Sunday, 16 June 2013

ফাঁকা মাঠে গোল দেওয়া এ সরকার পছন্দ করেন না- ওবায়দুল কাদের

এএইচএম মান্নান মুন্না, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উন্নায়নের স্বার্থে একটা সরকার পরপর দুইবার ক্ষমতায় আসলে  উন্নায়নে ব্যাঘাত হয়না। দেখা গেছে আমি কাজ করে চলে গেলাম আমার পর আর একজন আসলে উন্নায়ন অসম্পূর্ণ হয়ে থাকে।

Thursday, 13 June 2013

জলদস্যুদের সাথে ১০০ রাউন্ড গুলিবিনিময় : কোম্পানীগঞ্জের দুর্ধর্ষ জলদস্যু প্রধান নেয়ামত গ্রেফতার, আহত-১০

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) থেকে-এএইচএম মান্নান মুন্না : জলদস্যুদের সাথে শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের পর কোম্পানীগঞ্জের দুর্ধর্ষ জলদস্যু প্রধান নেয়ামতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় অন্তত ১০ জলদস্যু আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুছাপুর রেগুলেটর এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায়।

Wednesday, 12 June 2013

কুমিল্লায় প্রতিবন্ধি নাগরিক অধিকার কমিটির মানববন্ধন

কুমিলা : গত ৮ জুন কুমিলা জেলা প্রতিবন্ধি নাগরিক অধিকার কমিটির উদ্যোগে কুমিল্লা প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধি নাগরিকদের ৩ দফা দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কুমিলা জেলা প্রতিবন্ধি নাগরিক অধিকার কমিটির আহ্বায়ক মো. মোস্তফা কামাল ফোরম্যানের নেতৃত্বে প্রতিবন্ধিদের বিশাল এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুগ্ম আহ্বায়ক মো. খালেকুজ্জামান, সদস্য সচিব মো. সহিদ উল্যা, মহিলা সম্পাদিকা ফাতেমা আক্তার, সদস্য মো. কবির হোসেন, মো. জয়নাল আবেদীন, আব্দুর রব, আব্দুর রহিম, আমির হোসেন, ফয়েজ উল্যা, জাহাঙ্গীর আলম, মো. হাসান, মো. সেলিম, সালেহ আহম্মদ প্রমুখ। জেলা প্রতিবন্ধি নাগরিক অধিকার কমিটির আহ্বায়ক মো. মোস্তফা কামাল ফোরম্যান বলেন ‘সন্তান না কাঁদলে মা-ও দুধ দেয় না’ এই বিশ্বাসকে লালন করে আমরা ২৫ বছর ধরে আমাদের যথাযথ অধিকার আদায়ে আন্দোলন করে আসছি। যৌক্তিক ও ন্যায়সংঙ্গত আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায়ের চেষ্টা চালিয়ে যাব।
 প্রতিবন্ধি নাগরিক অধিকার কমিটির ইতিপূর্বে ঘোষিত ৩ দফা দাবিগুলো হলো- ক. একজন মন্ত্রী পরিষদ সদস্যসহ প্রতিবন্ধি ব্যক্তিদের উন্নয়ন সমন্বয় মন্ত্রণালয়, জাতীয় সংসদে ৩৫টি এবং স্থানীয় সরকারের সকল স্তরে ২টি করে প্রতিবন্ধি প্রতিনিধিদের জন্য আসন সংরক্ষণ চাই, খ. জাতীয় বাজেটে প্রতিবন্ধি ব্যক্তিদের স্ব-সংগঠনসমূহের ক্ষমতায়ন ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ১% এবং সকল মন্ত্রণালয়ের বাজেট প্রতিবন্ধি ব্যক্তিদের উন্নয়ন বান্ধব নিশ্চিত পূর্বক বরাদ্ধ চাই, গ. সরকার কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধি বিষয়ক জাতিসংঘ সনদের আলোকে অধিকার ভিত্তিক ও বৈষম্যমুক্ত আইন চাই।

সেনবাগে র্দুর্ধষ ডাকাতি স্বর্ণ ও নগদ অর্থ লুট আহত ২

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের একই রাতে কাজির খীল ও নুরানী পোল গ্রামের  দুটি বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে ।
 স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে কাজির খীল গ্রামের বেচু ভূঞা বাড়ির জাহাঙ্গীর আলম ও তার ভাইয়ের ঘরে এবং একই রাতে  নুরানী পোল গ্রামের চৌধুরীর নতুন বাড়ীতে ঢুকে ডাকাত দল ডাকাতি চালায় ।  এ সময় সশস্ত্র ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে বেঁধে ফেলে দুই বাড়ি থেকে ১১ ভরি র্স্বণলংকার, নগদ ১,৯০,০০০ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় । এ সময়  ডাকাতরা ২ জনকে কুপিয়ে গুরুতর আহত করে । আহতরা হলেন চৌধুরীর বড় ছেলে নুরের ছাপা (৩২) ও ছোট ছেলে হুমায়ুন কবির(২৯) । তাদেরকে নোয়াখালীর এশিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে । খবর পেয়ে গতকাল সকালে  সেনবাগ থানার (ভারপাপ্ত) কর্মকতা  ঘটনাস্থল পরির্দশন করেছে ।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সেনবাগ থানার অফিসার ইনর্চাজ (ওসি) এমরান আলী পিপিএম ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে থানায় মামলা করার জন্য বলা হয়েছে । থানায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।

Monday, 10 June 2013

অর্থ কেলেঙ্কারির দায়ে বনিক সমিতির সভাপতি-সম্পাদককে তুলোধূনা করেছে সাধারণ সদস্যরা, মেয়রকে প্রধান করে ১১ সদস্য তদন্ত কমিটি গঠন

এ এইচ এম মান্নান মুন্না-কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সর্ববৃহত সমবায় প্রতিষ্ঠান কোম্পানীগঞ্জ শিল্প বনিক সমবায় সমিতির সভাপতি এন.এম আনোয়ার ও সাধারণ সম্পাদক আবুল বাসারেরকে প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে তুলোধূণা করেছে সাধারন সদস্যরা। এ ঘটনা ঘটে রবিবার সন্ধ্যা ৭টায় বসুরহাট পৌরমিলনায়তনে। সমিতির সদস্যরা জানায়, সভাপতি ও সম্পাদক গত ৩ বছর যাবৎ সমিতির ২ কোটি ৮৪ লক্ষ টাকা অন্যায়ভাবে তাদের কাছে রেখে ব্যক্তিগত ব্যবসায় খাটিয়েছেন। এ টাকা যদি সমিতির ঋণ কার্যক্রমে ব্যবহার করা হত তাহলে প্রতি লক্ষ টাকায় প্রতিমাসে ২ হাজার ৫শ টাকা করে আয় হত।

Sunday, 9 June 2013

সেনবাগে যক্ষ্মা প্রতিরোধে ফার্মাসিস্টদের মতবিনিময় সভা

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালী সেনবাগে সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে যক্ষ্মা নিয়ন্ত্রক নাটাব’এর উদ্যেগে যক্ষ্মা প্রতিরোধে ফার্মাসিস্টদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

কমলনগর ও রামগতিতে শত কোটি টাকার সয়াবিন নষ্ট

আমজাদ হোসেন : আগাম বর্ষা ও ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে তছনছ হয়ে গেছে দেশের সর্ববৃহৎ সয়াবিন উৎপাদন জোন লক্ষ্মীপুর। পানির নিচে জেলার কমলনগর ও রামগতি উপজেলার শত কোটি টাকার সয়াবিন। এতে নিঃস্ব হয়ে গেছে ওই দুই উপজেলার হাজার হাজার সয়াবিন চাষি। একই সঙ্গে কৃষিবীজ উৎপাদন ও সংরক্ষণকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রাও পুরোপুরি ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

লক্ষ্মীপুরে যৌন নির্যাতনের শিকার শিশুটির অবস্থা আশংকাজনক

লক্ষ্মীপুর প্রতিনিধি:  লক্ষ্মীপুরে যৌন নির্যাতনের শিকার শিশুটির অবস্থা আশংকাজনক। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মেয়েটি। পুলিশ অভিযুক্ত শিক্ষক নুর ইসলামকে গ্রেপ্তার করেছে। প্রতিদিনের মত বুধবার সকাল সাড়ে আটটায় রাখালিয়া মাদ্রাসায় পড়তে যায় প্রথম শেণীর শিশুটি। মাদ্রাসা ছুটি হলে শিক্ষক নুর ইসলাম তাকে ডেকে নিয়ে যায় তার কক্ষে, এ সময় শিশুটি পাশবিক ও যৌন নির্যাতনের শিকার হয়।

কোম্পানীগঞ্জে ইউনিএইড এর শাখা উদ্ভোধন

এ এইচ এম মান্নান মুন্না, নোয়াখালী (কোম্পানীগঞ্জ): বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সফলতা লাভ করতে আর নয় ঢাকা-চট্টগ্রাম এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে গতকাল শুক্রবার সকাল ১১ টায় বসুরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইউনিএইড বসুরহাট শাখার শুভ উদ্ভোধন ও ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

Friday, 24 May 2013

সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে জরুরী সভা অনুষ্ঠিত

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : সেনবাগ বীজবাগ ইউনিয়ন পরিষদের উদ্দ্যেগে ২৪শে মে শুক্রবার সকাল ১০ টায় আইন-শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে এক জরুরী সভা অনুষ্ঠিত হয় ।

Wednesday, 15 May 2013

লক্ষ্মীপুরে রতনেরখিল গ্রামে বাবুল ও শামীম বাহিনী মধ্যে বন্দুকযুদ্ধ, শামীম বাহিনীর শামীম সহ ৩ জন নিহত, আহত ২৫, গ্রেফতার ৯

লক্ষ্মীপুর সংবাদদাতা : আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার রতনের খিল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  সন্ত্রাসী আসাদুজ্জামান বাবুল ও পাশবর্তী দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সন্ত্রাসী নুর হোসেন শামীম বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এসময় ইউপি চেয়ারম্যান নুর হোসেন শামীম (৩৫), তার বডিগার্ড দেলোয়ার হোসেন, এলাকাবাসী মুসলিম উদ্দিন (৩০) সহ ৩ জন নিহত এবং উভয় গ্র“পের অন্তত: ২৫ জন গুলিবিদ্ধ হয়েছে।

লক্ষ্মীপুরে মহাসেন মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন : সরকারী কর্মকর্তার ছুটি বাতিল, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষনা

লক্ষ্মীপুর প্রতিনিধি: বঙ্গোপসাগরে ঘৃর্ণিঝড় মহাসেন এর সম্ভাব্য দুর্যোগ ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় কয়েক দফায় সভা করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন।  লক্ষ্মীপুর জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।  সভায় কন্টোল রুম খোলার পাশাপাশি জেলা পর্যায়ের সকল কর্মকর্তার ছুটি বাতিল ও জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সাধারন ছুটি ঘোষনা করা হয়েছে।

Sunday, 12 May 2013

হেফাজত নেতা মামুনুল হক খুলনায় গ্রেফতার

খুলনা: হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করেছে খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশ। রোববার সকালে নগরীর শিববাড়ী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। খেলাফত মজলিসের সহযোগী সংগঠন যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। রোববার সন্ধ্যায় সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সংবাদ মাধ্যমকে জানান, তাকে গ্রেফতার করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে। মামুনুল হকের বিরুদ্ধে খুলনায় ও ঢাকায় মামলা রয়েছে। মাওলানা মামুনুল হক শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের মেজ ছেলে। তিনি রাজধানীর মোহাম্মদপুর জামেয়া রাহমানিয়ার মুহাদ্দিস।

মনোহরগঞ্জে দোকান চুরির সন্দেহে দুই এবং এক শিবির কর্মী আটক

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়ায় দোকান চুরির সন্দেহে পুলিশ ২জনকে আটক করে। আটক করে নিয়ে যাওয়ার সময় রাস্তায় এক শিবির কর্মীকে দেখে ধরে নিয়ে যায়। জানা যায়, নাথেরপেটুয়া বাজারে মা-টেলিকম প্রো. হাজ্বী সেলিমের তিন লক্ষাধিক টাকার মালামাল চুরির সন্দেহে দোকানের কর্মচারী উপজেলার বরল্লা গ্রামের মো. আবু নোমান ও প্রশিক্ষানার্থী উপজেলার ধোপামুড়ী গ্রামের শরীফ হোসেনকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার সময় নাথেরপেটুয়া গ্রামের ফরহাদ হোসেন নামে এক শিবির কর্মীকে আটক করে পুলিশ। উপজেলা শিবির সভাপতি মো. আরিফুর রহমান’র সাথে কথা বলে জানা যায়, আওয়ামী প্রশাসনের এ গ্রেফতার নাটকের অংশবিশেষ। কুমিল্লা পলিটেকনিক্যালের মেধাবী ছাত্র ফরহাদকে পুলিশ কোন কারণ ছাড়াই ধরেছে। এ ঘটনায় সরকারের বাকশালী হিংস্রতার প্রতিবাদ, নিন্দা জানাই।

Saturday, 11 May 2013

চট্টগ্রাম বোর্ডে ১৩ তম জে.বি স্কুল মিরসরাইয়ে জিপিএ-৫ পেয়েছে ২শ ৪৮ জন, ১৬ প্রতিষ্ঠানে শতভাগ পাস

মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ  মিরসরাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় ২শত ৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পাসের হার শতভাগ। গত বছরের চেয়ে একটু এগিয়ে এবার চট্টগ্রাম বোর্ডের ১৩ তম স্থানে রয়েছে উপজেলার জোরারগঞ্জ বৌদ্ধ (জে.বি.) উচ্চ বিদ্যালয়। এ স্কুল থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ৭১ জন। স্কুলের ১০৬ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। ১৯৯৯ সাল থেকে জে.বি স্কুলের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে থেকে ১৫ বার সেরা স্কুলের সুনাম কুড়িয়ে ১৩ বার শতভাগ পাশের গৌরব আর্জন করে মফস্বলের এ শিক্ষা প্রতিষ্ঠান। এবার উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ে পাসের হার শতকরা ৯২ ভাগ ও মাদ্রাসায় পাসের হার শতকরা ৯৫ ভাগ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ন কবির খান জানান, উপজেলার ৪৪টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ হাজার ৫১৯ জন ও ২১টি মাদ্রাসা থেকে ৭৯৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। মাধ্যমিক বিদ্যালয়ে থেকে ৩ হাজার ২১১ জন ও মাদ্রাসা থেকে ৭৫২জন শিক্ষার্থী পাস করেছে। মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২১৩ জন এবং মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন শিক্ষার্থী।
 উপজেলায় স্কুল পর্যায়ে জে. বি উচ্চ বিদ্যালয় ১ম স্থান, বিশ্বদরবার ২য় স্থান, গোলকেরহাট পিএন উচ্চ বিদ্যালয় ৩য় স্থান, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় ৪র্থ স্থান, সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়, জাফরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, খইয়াছড়া উচ্চ বিদ্যালয়, ওয়াহিদুল নেছা মাধ্যমিক বিদ্যালয় অর্জন করেছে।
মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক জানান, দাখিল পরীক্ষায় বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসা ১ম, গনিয়াতুল উলুম আলিয়া মাদ্রাসা ২য়, আহম্মদিয়া হাবিবিয়া ৩য়,  আবুতোরাব ফাজিল, সুফিয়া নুরিয়া ফাজিল, মির্জাবাজার ইসলামীয়া দাখিল, নুরুল উলুম ইদ্রিছিয়া দাখিল, ও সৈয়দপুর দাখিল মাদ্রাসা শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।
চট্টগ্রাম বোর্ডে ১৩তম স্থানে থাকা জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুভাষ সরকার জানান, জে.বি. উচ্চ বিদ্যালয় থেকে একশ ৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭১ জন ও অন্যরা এ পেয়েছে। তিনি আরো জানান, প্রতিবারের মত এবারও সেরার মুকুট ধরে রাখতে পারায় আনন্দটা একটু বেশি মনে হচ্ছে।
মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ক ম শরীফুল ইসলাম জানান, শিক্ষার্থীরা ঈর্ষনীয় সাফল্যের মাধ্যমে বিদ্যালয় তথা মিরসরাইয়ের মুখ উজ্জ্বল করেছে। তিনি এ সাফল্যে শিক্ষার্থীদের অভিবাদন জানিয়েছেন।
 সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনোজ কুমার বণিক জানান, অধ্যবসায় এবং শৃঙ্খলাই আমার প্রিয় শিক্ষার্থীরা শতভাগ সফলতা এনে দিয়েছে।’

সাখাওয়াত ইঞ্জিনিয়ার হতে চায়

মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ পড়ালেখার ইচ্ছা ও প্রবল অধ্যাবসায়ের মাধ্যমে সফলতা অর্জন করেছে মিরসরাইয়ের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী সাখাওয়াত হোসেন। সে উপজেলার হিংগুলি কদমতলা ইসলামীয়া দাখিল মাদ্রাসা থেকে বৃহস্পতিবার প্রকাশিত দাখিল পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে।
জানা গেছে, ১৯৯৭ সালে জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড়ে সাখাওয়াত হোসেন জন্মগ্রহন করে। তার পিতা আনোয়ারুল আজিম রেলওয়ের ইঞ্জিনিয়ার ছিলেন। স্বাভাবিকভাবে জন্মগ্রহন করলেও ছেলেবেলায় সময়মত পোলিও টিকার অভাবে ধীরে ধীরে সে শারীরিক প্রতিবন্দ্বীত্বকে বরণ করে নিয়েছে। শিশুকাল থেকে পড়ালেখার প্রতি সাখাওয়াতের খুবই মনোযোগী। অদম্য ইচ্ছাশক্তি তার প্রতিবন্দ্বীত্বকে দমিয়ে রেখে পৌঁছে দিয়েছে উন্নতির শিখরে।
সাখাওয়াত হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে তার পড়ালেখার বিষয়টি গুরুত্ব দেয়া হতো না। কিন্তু সবার অমতেও একনিষ্ঠভাবে পড়াশুনা চালিয়ে আসছি।

Wednesday, 8 May 2013

মিরসরাইয়ে হরতাল পালিত সড়ক অবরোধ, পিকেটিং

মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধি : ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘন্টা হরতালের প্রথম দিন পালিত হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ে। বুধবার (৮ মে) ভোরে হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে উপজেলা যুবদল। উপজেলা যুবদলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপনের নেতৃত্বে বুধবার ভোরে ধুমঘাট ও মস্তাননগর বাইপাসে পিকেটিং করে যুবদলের কর্মীরা। সড়কে সিএনজি অটোরিক্সা ব্যতিত আর কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

মিরসরাই পাইলট স্কুলের ঝুঁকিপূর্ণ ভবন সিলগালা

মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের কয়েক যুগের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবন সিলগালা করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। মঙ্গলবার (৭ মে) দুপুরে ওই ভবনটিতে ক্লাস চলাকালীন সময়ে সিলগালা করা হয়। পৌর মেয়র এম শাহাজাহানের আদেশক্রমে মিরসরাই থানার ওসি (তদন্ত) ইমতিয়াজ ভূঁইয়া, পৌরসভার ইঞ্জিনিয়ার সমর মজুমদার, হিসাব রক্ষক নুরুল আরিফ, থানার পিএসআই মোঃ খায়রুল গিয়ে ঝুঁকিপূর্ণ ভবনটিকে সিলগালা করেন।

সেনবাগ থেকে নিখোঁজ হচ্ছে শিশু, অভিভাবকদের মাঝে আতংক

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : গত কয়েকদিন থেকে সেনবাগ উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকজন শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার পর অনেক খোজা খুজির পর না পেয়ে মাইকিং করার পরও খোঁজে পাওয়া যাচ্ছেনা এসব নিখোঁজ শিশুদের।

Tuesday, 7 May 2013

মৃত্যু ঝুঁকির মধ্যে অনুষ্ঠিত হচ্ছে আলিম পরীক্ষা ও পাঠদান : মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসা ভবনের ছাদের পলেস্তার খসে পড়ছে

মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের ঐতিহ্যবাহী মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসায় ঝুঁকিপূর্ণ ভবনের ছাদের পলেস্তার খসে পড়ছে। পরিত্যক্ত ওই ভবনে প্রতিনিয়ত মরণফাঁদে পরীক্ষা দিচ্ছে আলিম পরীক্ষার্থীরা। ঝুঁকিপূর্ণ এই ভবনে প্রতিনিয়তই আতঙ্কের মাঝে শিক্ষকদের পাঠদান করতে হয়। যেকোন সময় ঝুঁকিপূর্ণ ছাদ ধসে প্রাণহাণীর আশংকা রয়েছে।

Monday, 6 May 2013

মতিঝিলের সহিংসতা ঃ মিরসরাইয়ের এক হেফাজত কর্মী নিহত

মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ ও সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় মিরসরাই উপজেলার হেফাজত ইসলামের এক কর্মী নিহত হয়েছে। নিহত হেফাজত কর্মীর নাম মাওলানা সিহাব উদ্দিন (৬০)। তার গ্রামের বাড়ি মিরসরাই উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ডোমখালীতে।

সেনবাগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

সেনবাগ(নোয়াখালী)সংবাদদাতা :  সেনবাগে ০৬ মে সোমবার সকাল ৯ ঘটিকায় কল্যান্দী কি-ার গার্টেন এর  বার্ষিক ক্রীড়া ও  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  উক্ত অনুষ্ঠানে কল্যান্দী কি-ার গার্টেন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: সাহাব উদ্দিনের সভাপতিত্বে হাজী মনির আহম্মেদের সাঞ্চলনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, (কুয়েত) বৃহত্তর নোয়াখালী প্রবাসী এসোসিয়েশন, সভাপতি প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম, অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, (কুয়েত) বৃহত্তর নোয়াখালী প্রবাসী এসোসিয়েশন সহ-সভাপতি মোহাম্মদ হানিফ কোম্পানীগঞ্জ ১নং সিরাজপুর  ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আবু সাঈদ, ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ উল্যা বিএসি (কুয়েত) বৃহত্তর নোয়াখালী প্রবাসী এসোসিয়েশন আইন-বিষয়ক সম্পাদক মো: আবুল বাশার মনির,  প্রাক্তন সাব- ইন্সেপেক্টর রফিকুল ইসলাম, রুহল আমিন বিএসি, সামাজিক ব্যক্তিত্ব শরিয়ত উল্যা, ডা: মজিবুল হক,শ্যামল কর্মকার ও কল্যান্দী কি-ার গার্টেনের সকল শিক্ষক/শিক্ষিকা ,ছাত্রছাত্রী ও অভিবাবক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে  বিভিন্ন বিভাগে পুরুস্কার তুলে দেওয়া হয়। পরে একর্পযায়ে  (কুয়েত) প্রবাসী মহুরুম সাহাব উদ্দিনের স্ত্রী মমতাজ বেগমের হাতে আর্থিক সহায়তার অনুদান তুলে দেন (কুয়েত) বৃহত্তর নোয়াখালী প্রবাসী এসোসিয়েশনের পক্ষ থেকে   সভাপতি প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম।

Sunday, 5 May 2013

অন্ধকার দিয়ে অন্ধকার ঢাকা যায়না, আলো দিয়ে অন্ধকার ঢাকতে হয়- --------ওবায়দুল কাদের

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) থেকে- এএইচএম মান্নান মুন্না ঃ যে মন্ত্রী ও জনপ্রতিনিধি কাজ করবে তাদেরকে গনসম্বর্ধনা দেয়ার প্রয়োজন হয়না। তিনি কাজ করবেন এ প্রতিশ্রুতি দিয়েই জনগন থেকে মেন্ডেট নিয়েছেন, আমাকে তোরণ, ফুল ও রোদ-বৃষ্টির মাঝে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদেরকে রাস্তায় লাইনে দাঁড়িয়ে করতালি ও সম্বর্ধনা দিয়ে আমাকে খুশি করার প্রয়োজন নেই। এ সংস্কৃতি আমাদেরকে পরিহার করতে হবে। এখন আমার দায়িত্ব কাজ দিয়ে আপনাদের খুশি করা। আমি আপনাদের দোয়ায় বর্তমান সরকারের শীর্ষ স্থানীয় মন্ত্রীদের মধ্যে একজন স্থান করে নিয়েছি।

সেনবাগে উপজেলা নির্বাহী অফিসার ও প্রকৌশলীi পরিত্যাক্ত ভবনে অফিস :

সেনবাগ (‡bvqvLvjx) সংবাদদাতা : জেলা প্রশাসকের সিন্ধান্ত হীনতার কারনে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিগত তিন বছর ধরে চরম ঝুকিপূর্ন ভবনে জীবনের ঝুকি নিয়ে অফিস করছেন সেনবাগ উপেজলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলীসহ তাদের অধিন্ত অর্ধশত কর্মকর্তা ও কর্মচারীরা। সিন্ধান্ত বাস্তবায়নে সরকারী দপ্তরের দীর্ঘ সুত্রীতার কারণে সাভার ট্রাজিডির মতো প্রাণহানী ঘটলে এই দায় নিবে কে?
খোজনিয়ে জানাগেছে, নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের মালিকানাধীন দুইতলা বিশিষ্ট্য ইউটিডিসি কমপেক্স ভবন নং-১ প্রথম ও দ্বিতীয় তলা ভবনটির বিভিন্ন পিলার ও ছাঁদে ফাটল দেখা দেওয়ায় ভবনটি বিপদজনক হয়ে পড়ে। এই কারণে ২০১১ সালের অক্টোবরে ২৭ তারিখে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আনোয়ার পাশা ও উপজেলা প্রকৌশলী মীর হোসেন বিষয়টি উপস্থাপন করলে সর্বসম্মতি ক্রমে ভবনটি ঝুকিপুর্ন বিবেচনা করে এটি পরিত্যাক্ত ঘোষনার জন্য নোয়াখালী জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটিতে প্রেরণের সিন্ধান্ত গৃহীত হয়। এরেই আলোকে বিগত ২০১১সালের ২১ ডিসেম্বর সেনবাগ উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ আনোয়ার পাশা স্বারক নং-০০.৫৭৬.০১৮.০০.০০.০১৮.২০১১-১৬৬৭মাধ্যমে সেনবাগ উপজেলা পরিষদের মালিকানাধীন ব্যবহার অনুযোগী দুইতলা বিশিষ্ট্য ইউটিডিসি কমপেক্স-১কে পরিত্যাক্ত ঘোষনা করার জন্য স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ.উপ-১শাখায় স্বারক নং-উপ-২/৩পি-৪৬/২০০২/৩৪২(৪৮১) প্রস্তাবটি প্রাক্কলন ব্যায় হিসাব ও মাসিক সাধারণ সভা( উপজেলা উন্নয়ন সভা) কার্যবিবরনীসহ প্রেরণ করে। কিন্তু দীর্ঘ তিন বছর অতিবাহিত হলেও এখনো এই বিষয়ে কোন প্রদক্ষেপ গ্রহন করা হয়নি।

Wednesday, 1 May 2013

মিরসরাইয়ে ঝুঁকিপূর্ণ সেতু, ১০ হাজার মানুষের দুর্ভোগ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : মিরসরাইয়ের আবুতোরাব-হাসিমনগর-চরশরৎ সড়কে হাদিনগর সেতুটি জরাজীর্ণ হয়ে পড়েছে। আশপাশের গ্রামের প্রায় ১০ হাজার মানুষ ঝুঁকি নিয়েই ব্যবহার করছে সেতুটি। যেকোনো সময় ভেঙে ঘটতে পারে বড় দুর্ঘটনা।
সরেজমিনে দেখা গেছে, প্রায় ৪০ বছর আগে নির্মিত সেতুটির মাঝখানের কংক্রিট ও পলেস্তারা খসে পড়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় প্রতিদিন পার হয় ছোট-বড় যানবাহন ও মানুষ।

ফেনী নদী থেকে বালু উত্তোলন : বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি

মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধি : উপজেলার জয়পুর পূর্বজোয়ার গ্রামের ৭০ বছর বয়সী মালতি রায়ের একমাত্র ফসলি জমি ভেঙে আছড়ে পড়ছে ফেনী নদীতে। ৪৮ শতক এই জমিতে গোল আলু আর মিষ্টি কুমড়ার চাষ করেছেন তিনি।
মালতি রায় বললেন, ‘জালিয়াঘাটের বালু ইজারাদার সিন্ডিকেট আমার পাশের জমিগুলো কিনে বালু-মাটি কেটে গভীর গর্ত বানিয়ে দিচ্ছে। ফলে আমার জমিটিও ভেঙে বিলীন হয়ে যাচ্ছে।’

Monday, 29 April 2013

কক্সবাজারে বিল্ডিং কোড না মেনে অপরিকল্পিতভাবে গড়ে উঠছে বহুতল ভবন

হারুনর রশিদ (কক্সবাজার) : পর্যটন নগরী কক্সবাজারে বিল্ডিং কোড না মেনে অপরিকল্পিতভাবে গড়ে উঠছে বহুতল ভবন। বিল্ডিং কোড মূলত ইমারত নির্মাণে প্রকৌশলগত বিষয়। কোন বিল্ডিংকে ঝুঁকি সহনীয় করে গড়ে তুলতে এই কোড মেনে চলতে হয়। বাংলাদেশে নির্মাণ শিল্পে কোন জবাবদিহিতা নেই, যদিও দেশে ইমারত শিল্পের বিধিমালা ১৯৯৩ সালে তৈরী হয়েছিল, যা মাঠ পর্যায়ে প্রয়োগের জন্য ২০০৬ সালে আইনগত ভিত্তি পায়। কিন্তু বিল্ডিং কোড প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে আজও কোন প্রশাসনিক কাঠামো গড়ে তুলা হয়নি।

কক্সবাজার পর্যটন নগরী হওয়ায় বাড়ছে জনবসতির চাপ। পর্যটনকে আকর্ষনীয় করতে শহরে নির্মিত হচ্ছে বহুতল ভবন। দ্রুত প্রসারিত হচ্ছে আবাসন শিল্প। আবেদন জমা দিয়েই সম্পন্ন করা হচ্ছে ভবনের নির্মাণ কাজ। শহরে ইমারত নির্মাণে বিল্ডিং কোডের প্রয়োগ সীমিত। কিন্তু কোডের বিধান গুলো অনুসরণ না করার ফলে ভবনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছেনা। বিল্ডিং কোড যথাযত অনুসরণ না করায় ২০০৪ সালে শাখাঁরী বাজার, ২০০৫ সালে স্পেকট্রাম ভবন, ২০০৬ সালে ফিনিক্স ভবন, সর্বশেষ কয়েকদিন পুর্বে সাভারের রানা প্লাজা ভবন ধসে ঘটে মহা মানবিক বিপর্যয়। বিল্ডিং কোড প্রয়োগের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্প আয়োজিত একটি কর্মশালার সুপারিশ থেকে জানা যায়, বিল্ডিং কোড বাস্তবায়নে দেশব্যাপি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন ও বিল্ডিং কোড প্রয়োগ তদারকীর জন্য একটি নীতিনির্ধারনী কতৃপক্ষ প্রতিষ্টার ব্যাপারে ঐক্যমত্য প্রকাশ করা হয়। সেই মোতাবেক কক্সবাজার উন্নয়ন  কতৃপক্ষ বিল্ডিং কোড প্রয়োগ ও ভবন নির্মাণ সংক্রান্ত  যেসব নীতিমালা অনুসরণ করে নীতিমালা, কর্মপরিকল্পনা ও বিধিবিধান বাস্তবায়নে দায়িত্ব নেবেন। বিল্ডিং কোড বাস্তবায়নে  অনুমোদিত বিশেষ প্রতিষ্টানের সম্পৃক্ততা সনদ প্রদান, ঝুঁকি মোকাবিলায় পরিকল্পিত নগরায়ন, কারিগরী দক্ষতা বৃদ্ধি, কোড প্রয়োগে গণসচেতনতা বৃদ্ধি, নির্মাণ সামগ্রীর গুণগতমান নিশ্চিত করা ও বিল্ডিং কোড আইনে পরিণত করা এবং কোড অমান্যকারীদের শাস্তি নিশ্চিত করার দায়িত্ব কতৃপক্ষের।

অনুসন্ধানে জানা যায়, শহরে বহুতল ভবন নির্মাণে কতৃপক্ষের বিল্ডিং কোড অনুযায়ী  কোন নিয়ম মানা হয়না। যে যার ইচ্ছামত ভবন নির্মাণ করে আসছে কিছু লোক। বিভিন্ন  ব্যক্তি ও প্রতিষ্টান সয়েল টেষ্ট রিপোর্ট, পরিবেশ ছাড় পত্র, ভবনের ভিত্তি ও কাঠামোগত ডিজাইন পরীক্ষা না করে সরকারী বিভিন্ন প্রতিষ্টানের অনুমোদন না নিয়ে অনেকটা গায়ের জোরে শহরে নির্মিত হচ্ছে বহুতল ভবন। নির্মাণাধিন এমন একটি ১৫ তলা  ভবনের সন্ধান পাওয়া গেছে  শহরের কৃষি অফিস সড়কের আপন টাওয়ারের পাশে এআরসি টাওয়ার। যে ভবনের মালিক আব্দু রহিম চৌধুরী। ৫ গন্ডা জমির উপর নির্মিত হচ্ছে এ ভবন। ইতিমধ্যে এভবনের নির্মান কাজ  ১৩ তলা পর্যন্ত সম্পন্ন হয়েছে। ভবনের মালিক আব্দু রহিম চৌধুরী জানায়, ভবন নির্মাণে যেসব নিয়ম কানুন রয়েছে তা তিনি সব মেনেই এ ভবন নির্মান করেছেন। তৎমধ্যে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের প্লান পাস কপির ফরোয়াডিং কপি, পৌরসভার অনুমোদন, ফায়ার সার্ভিস ছাড়পত্র, এসটিপি নকশা ও কার্যকারিতা প্রতিবেদন, বর্জ্য ব্যবস্থাপনা বিবরণ, লোকেশন ম্যাপ, ইসিএ এলাকা সংক্রান্ত জেলা প্রশাসনের অনাপত্তি, পুলিশ বিভাগের অনাপত্তি, পরিবেশগত ছাড় পত্র, সিভিল এভিয়েশন ছাড়পত্রসহ ইত্যাদি ডকুমেন্টস থাকার দাবী করলেও তিনি কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। ঠিক তেমনিভাবে শহরজুড়ে অপরিকল্পিতভাবে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে এসব্ বহুতল ভবন। নন্যুতম বিচার বিবেচনা না করে নীতিমালা পাশ কাটিয়ে নির্মাণ করা হচ্ছে এসব ভবন। কতৃপক্ষ এব্যাপারে রয়েছে সম্পুন্ন উদাসীন।  কতৃপক্ষের এসব ব্যর্থতার ভার এসে পড়ছে উদ্যেক্তোদের ঘাড়ে। একটি সূত্র জানায়, সরওয়ার কামাল ভারপ্রাপ্ত মেয়র থাকাকালীন সময়ে মোটা অংকের টাকার বিনিময়ে বেকডেট দিয়ে এসব বহুতল ভবনের অনুমোদন দেয় বলে জানা যায়। কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান, কক্সবাজারে নির্মিত সিংহভাগ বহুতল ভবনের কোন ধরনের পরিবেশ ছাড় পত্র নেই। এআরসি ভবন তো দুরের কথা সী গাল হোটেলেরও কোন পরিবেশ ছাড়পত্র নেই । উদ্যেক্তারা পরিবেশ কতৃপক্ষকে সমস্যা হিসেবে দেখে থাকে।  একটি আবাসিক বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে ভবনের চার পাশে খোলা মেলা জায়গা থাকতে হবে। সড়ক হতে হবে ৩০ ফুট প্রস্তের, বর্জ্য অপসারণে থাকতে হবে স্যুয়ারেজ সিষ্টেম। এছাড়াও গাড়ী রাখার যথেষ্ট পার্কিং ব্যবস্থা থাকতে হবে।  শহরের পৌর কনসেপটা খুবই সেকেলে, তাই শহরে গড়ে উঠা প্রায় সব ভবনই ঝুঁকিমুক্ত নয়। শহরে কেউ বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণে আগ্রহী নয়। একটি বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র নিতে হয়। এই ছাড়পত্র নিলেই প্রাথমিকভাবে ভবন নির্মানের অনুমোদন দেওয়া হয়। উদ্যেক্তারা বিল্ডিং কোড মেনে  অবস্থানগত ছাড়পত্র নিয়ে ভবন তৈরী করলে ত্রুটিগুলো থাকতোনা। পর্যাপ্ত লোকবলের অভাবে এসব ভবনের সব অনিয়ম দেখা সম্ভব হয়না বলে জানান তিনি। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ সহকারী পরিচালক মোঃ কামাল উদ্দীন ভুঁইয়া জানান, ভবন ধসে পড়া থেকে উদ্ধার কাজে যেসব যন্ত্রপাতি ও উদ্ধার সরঞ্জাম প্রয়োজন তা বাংলাদেশে পর্যাপ্ত নেই। সাভারে ধসে পড়া ভবন সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধার কর্মীদের। ভবন ধসে পড়ার কাজে আধুনিক কিছু যন্ত্রপাতি থাকলেও তাদের কাছে নেই রেমজ্যাক, পাইপ কুইজার, হাইড্রোলিক মই,  বেকার ভ্যান, চেইন করাত, রেসি প্রোকেটিং করাত, জাম্পিং এয়ার প্যাক ও স্বেচ্ছাসেবকদের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামসহ ইত্যাদি। তবে অগ্নি নির্বাপনের ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি রয়েছে।  এআরসি ভবন নির্মাণে কোন ফায়ার সার্ভিসের অনুমোদন নেই বলে জানান তিনি।

ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে শহরের বিল্ডিং প্লানার্সের পরিচালক ইঞ্জিরিয়ার এম বদিউল আলম জানান, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী  ১ সিমেন্ট, দেড় বালি, ৩ কংকর রেসিও মেনে চললে ঢালাই শক্ত হয়।পানি, বালি, সিমেন্ট, কংকর ও রড   অনুমোদিত প্রতিষ্টান তথা পলিটেকনিক ইনষ্টিটিউটের ল্যবরেটরীতে পরীক্ষা  করে সেটব্যাক রুল মেনে চলতে হবে। আবাসিক ও বাণিজ্যিক বহুতল ভবনের নির্মাণের ক্ষেত্রে কৌশলগত বিধিবিধান মেনে কাজ করতে হবে। ৩০ ফুট রাস্তা রেখে ভবন নির্মাণ করতে হবে। ভবন ধসে পড়ার ৩টি কারণ রয়েছে, তৎমধ্যে যথাযথভাবে ডিজাইন না হলে বা ত্রুটি থাকলে, নির্মাণ সামগ্রীর গুণগত মান না থাকলে, কাজের গুণগত মান যথাযথ না হল্।ে এসবের যে কোন একটির কারণে ভবন ধসে পড়তে পারে বলে জানান তিনি। কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী শেখ আবুল কালাম জানায়, পুর্বে যেসব ভবনের অনুমোদন দেওয়া হয়েছে , সে বিষয়ে তিনি অবগত নন। তবে বর্তমানে ভবন নির্মাণ অনুমোদনের দায়িত্ব কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের বলে জানা তিনি। জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন জানায়, ঝুঁকিপূর্ণ ভবন আছে কিনা তা খতিয়ে দেখার জন্য কক্সবাজার উন্নয়ন কতৃপ্ক্ষ ইতিমধ্যে কাজ শুরু করেছে। যাচাই বাছাই শেষে ত্রুটিযুক্ত ভবন পাওয়া গেলে সেসব ভবন মালিকদের বিরোদ্ধে  আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Sunday, 28 April 2013

মহাসড়ক সংষ্কারে বিলম্বিত করলে ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : যোগাযোগ মন্ত্রী

ময়মনসিংহ : ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ পরিদর্শনে এসে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে আগামী ১৫ দিনের মধ্যে কাজের অগ্রগতি ও বিদ্যমান মহাসড়ক মেরামতের কাজ সচল রাখার নির্দেশ দিয়েছেন।

সিরাজগঞ্জে সাভারের লাশবাহী এম্বুলেন্স দুর্ঘটনা কবলিত : নিহত ৩

সিরাজগঞ্জ : সাভারের ভবন ধসে নিহত শ্রমিকের লাশ বহনকারী এম্বুলেন্স দুর্ঘটনা কবলিত হয়ে তিনজন নিহত হয়েছেন। আজ রবিবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চালকের সহকারী নুরুল ইসলাম (২৭) এবং দুই পথচারী লোকমান হোসেন (২৪) ও তাইজল হোসেন (৫০)।

Saturday, 27 April 2013

সেনবাগে দায়িত্বে অবহেলার অভিযোগে এক এএসআই ও কনষ্টবল ক্লোজ, তদন্ত কমিটি গঠন

সেনবাগ ( নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালীর সেনবাগ উপজলোর বীজবাগ ইউনিয়নের খলিল মিয়ারহাট বাজার সংলগ্ন মুক্তা ব্রিকফিল্ডের সামনে গত বুধবার রাতে পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাপসহ আসামি সিরাজ প্রকাশ বোমা পাটোয়ারী (৩৩) ও পুলিশের একটি র্শটগান ছিনতাইয়ের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে এএসআই হাবিবুর রহমান ও কনষ্ট্রবেল খোরশেদ আলমকে ক্লোজ করা হয়েছে৤ বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে৤ বিষয়টি সেনবাগ থানার অফিসার ইনর্চাজ (ওসি) এমরান আলী পিপিএম সাংবাদিকদের নিশ্চিত করেন।

মিরসরাইয়ে গণিতে সৃজনশীল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : গণিতে সৃজনশীল পদ্ধতি প্রত্যাহারের দাবিতে মিরসরাইয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলও মানববন্ধন করেছে। শনিবার (২৭এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Friday, 26 April 2013

সেনবাগে পুলিশের অস্ত্র ছিনতাই,আসামী গ্রেফতার

সেনবাগ(নোয়াখালী)সংবাদদাতা : গত ২৪ এপ্রিল রাতে নোয়াখালী সেনবাগে আসামী ধরতে গেলে পুলিশকে মারধর করে পুলিশের অস্ত্র ছিনতাই ও আসমীকে চিনিয়ে  নিয়ে যায় সন্ত্রাসীরা। উপজেলার বীজবাগ ইউনিয়নের খলিল মিয়ার হাটে এঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণীতে জানা যায়, উপজেলার বীজবাগ ইউনিয়নের বোমা পাটোয়ারী স্থানীয় খলিল মিয়ার হাটে বাহাদুর হোটেলে নাস্তা খেয়ে বিল নাদিয়ে চলে যেতে চাইলে হোটেলের ম্যানেজার বিল চাইলে সে ম্যানেজারকে অস্ত্র ঠেকিয়ে উল্টো তার কাছে চাঁদা চায়।

Sunday, 21 April 2013

হেফাজত বিএনপি-জামায়াতের দালালী করছে : সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

বরিশাল : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম হেফাজতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা আমাদেরকে আওয়ামীলীগের দালাল বলার চেষ্টা করছেন, অথচ আমরা দেখছি আপনারা মাঠে নেমে বিএনপি-জামায়াতের দালালি করছেন। আপনাদের মিথ্যাচার ও গভীর ষড়যন্ত্র জনগন বুঝে গেছে।

সেনবাগে কমিটি বিহীন জাতীয় পার্টি

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : বহুদিন থেকে নোয়াখালীর সেনবাগ উপজেলা জাতীয় পার্টির হালধরার জন্য যোগ্য ও নতুন নেতৃত্ব খুজঁছেন দলের নেতা কর্মীরা। নোয়াখালীর অন্যান্য উপজেলার চেয়ে সেনবাগে জাতীয় পার্টির প্রচুর সমর্থন রয়েছে। এমন কোন গ্রাম নাই যেখানে জাতীয় পার্টির সমর্থক নাই।

সেনবাগে সংখ্যালঘুদের বাড়িতে দুবৃওদের আগুন

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের কাজীরখিল গ্রামে সংখ্যলঘ্যু (হিন্দু) পল্লী চিকিৎসক ডাক্তার তপনের বাড়িতে একটি রান্না ঘর পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত দুবৃত্তরা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ৮টা দিকে এর আগে কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটে বলে জানান পরিবারের লোকজনখবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছে তবে কি কারণে দৃবৃত্তরা রান্ন ঘরে আগুন দিয়েছে তা নিশ্চিত n‡Z পারেনী পুলিশ

Friday, 19 April 2013

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী: কালবৈশাখী ঝড়ের কারণে নদী উত্তাল হয়ে ওঠায় রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানবাহন বোঝাই করে পাটুরিয়ায় পাঁচটি এবং দৌলতদিয়ায় তিনটি ফেরি নোঙর করে আছে।

Thursday, 18 April 2013

ফেনীতে বাস উল্টে নিহত ২, আহত ৪০

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের খাইয়ারা এলাকায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ২ জন নিহত, কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় এই দুর্ঘটনা ঘটে।
বোগদাদীয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ফিরোজ জানান, নিহত দুইজনের পরিচয় জানা যায়নি। আহতদের ২২ জনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে।

লাঙ্গলবন্দ স্নান শেষ হবে রাত ৩টা ৪৭মিনিট

লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ (নারায়ণগঞ্জ) থেকে: পবিত্র নদ ব্রহ্মপুত্রে স্নান করে পাপ থেকে মুক্তি লাভের আশায় বুধবার রাত থেকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে অষ্টমীস্নান করতে আসেন কয়েক লাখ হিন্দু ধর্মাবলম্বী। বুধবার দিনগত রাতে শুরু হচ্ছে মহাঅস্টমী স্নানোৎসব। রাত ২টা ৭মিনিট ২ সেকেন্ড থেকে তিথি শুরু হয়ে শেষ হবে বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৭মিনিট ২৭ সেকেন্ডে। চৈত্র মাসের অষ্টম তিথিতে অনুষ্ঠিত হওয়া এ ধর্মীয় আয়োজনে বাংলাদেশসহ এসেছে বিশ্বের বিভিন্ন দেশের হিন্দু ধর্মাবলম্বীরা। উপচে পড়া মানুষের ভিড় ঠেলে স্নানঘাটে এসে পূণ্যপ্রত্যাশীরা সুষ্ঠুভাবে স্নান সমাপ্ত করতে পারলেও তারা চান এ দুর্ভোগের একটি স্থায়ী সমাধান।

যুদ্ধাপরাধীদের রক্ষার অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ান : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

খুলনা : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু যুদ্ধাপরাধীদের রক্ষার অপতৎপরতা বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে রুখে দাঁড়ানোর জন্য ১৪ দলের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন। খবর বাসস।
তিনি বলেন, চিরদিনই অপশক্তির পরাজয় হয়েছে এবং এবারো তারা পরাজিত হবে। মুক্তিযুদ্ধের শক্তির জয় আবারো এ বাংলায় হবে।

Wednesday, 17 April 2013

বঙ্গোপসাগরে সাত ট্রলারসহ ৫০ মাঝি-মাল্লা নিখোঁজ

কক্সবাজার: বঙ্গোপসাগরে কালবৈশাখীর ঝড়ো হওয়ার কবলে পড়ে কক্সবাজারের সাতটি ট্রলারসহ ৫০ জন মাঝি-মাল্লা নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার বিকেলে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে মাছ ধরার সাতটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। বুধবার বিকেল পর্যন্ত ওই ট্রলারগুলো উদ্ধার করা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ সংবাদ মাধ্যমকে জানান, মঙ্গলবার কালবৈশাখী ঝড়ো হাওয়ার কবলে পড়ে মাঝি-মাল্লাসহ ৭টি ফিশিং ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

সেনবাগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১০ জন গুরুতর আহত

সেনবাগ(নোয়াখালী) সংবাদদাতা : সেনবাগ সেবারহাট বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  ১০ জন গুরুতর আহত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সেবারহাট পশ্চিম বাজারে গত ১৬ই এপ্রিল বিকেল পাঁচ টায় রংঙের ঠিকাদারের সজ্ঞে রং মিস্তিরীর  সাথে কথাকাটা কাটি হয়।একর্পযায়ে মীমাংসা হওয়ার সময় কথাকাটা কাটি নিয়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে এসময় ৭ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন ধর্মপুরের নুরুল হক (৪৭), যুবলীগ নেতা আব্দুর রহমান (২৪), পিংকু (১৯), জহির (২০), আজাদ (১৯) ।

Tuesday, 16 April 2013

ঝিনাইদহ সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকাসহ নিহত ৫

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া নামক স্থানে বাস-টেম্পো মুখোমুখি সংঘর্ষে সকালে স্কুল শিক্ষকসহ ৫ জন নিহত হয়েছেন। এছাড়া ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঝিনাইদহ-যশোর সড়কের বেজপাড়া এলাকায় কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোটেম্পুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাচঁ জনের মৃত্যু হয়।

Monday, 15 April 2013

সেনবাগে দূধর্ষ ডাকাতি

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : ১৫ এপ্রিল সোমবার মধ্য রাতে নোয়াখালী সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের কাজিরখিল গ্রামে কালা কাজী ওরফে মুনাফ মিয়ার নতুন বাড়িতে এক দূধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল সোমবার রাত ২টা ৩০ মিনিটের সময় ১২-১৪ জনের এক দল মুখোশধারী  ডাকাত কাজিরখিল গ্রামে কালা কাজী ওরফে মুনাফ মিয়ার নতুন বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে আলমারী ও সোকেস ভেঙ্গে ৭ভরি স্বর্ণলাংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের হামলায় মুনাফ মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসন ও সাইফুল ইসলাম গুরুত্বর আহত হয়।

সেনবাগে শিবিরের হামলায় ২ সাংবাদিক ও যুবলীগ কর্মী আহত

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালী সেনবাগ উপজেলায় শিবিরের হামলায় সাপ্তাহিক অধিকার পত্রিকার সম্পাদক গোলাম মোর্তূজা, বার্তা সম্পাদক আবদুল জলিল ও যুবলীগ নেতা আরফিন গুরুত্বর আহত হয়েছে।

Sunday, 14 April 2013

আদিবাসীদের চাওয়া : সংঘাত নয়, শুভ হোক নতুন বছর

রাঙামাটি - ডেস্ক রিপোর্ট :  নিজেদের মধ্যে সৌহার্দ্য আর সম্প্রীতি জোরদার হবে নতুন বছরে, পুরনো দিনের গ্লানি আর দুঃখ ভুলে নতুন বছর হবে আরো সাফল্যমণ্ডিত, এমনই চাওয়া আর আশা নিয়ে বাংলা নতুন বছরের প্রথম দিন অতিবাহিত করছে পাহাড়ি আদিবাসীরা। নতুন বছরে আর কোন সংঘাত তারা দেখতে চান না তারা। ধর্মীয় প্রার্থনা, র‌্যালি আর পারিবারিক-সামাজিক নানা আয়োজন ও আতিথেয়তার মধ্য দিয়ে বাংলা নতুন বছর-১৪২০ পালন করছে পাবর্ত্য এলাকার মানুষগুলো। ছোট বড় নানা ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে যেন একে অপরের আরও কাছাকাছি আসছে পাহাড়ের মানুষগুলো।

মৌলবাদ রোখার প্রত্যয়ে রাজশাহীর মঙ্গল শোভাযাত্রা

রাজশাহী: পুরনো বছরের জীর্ণতাকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করতে বর্ণাঢ্য আয়োজনে নেচে-গেয়ে প্রাণের উচ্ছ্বাসে হাসি-আনন্দে নতুন বছরের মঙ্গলযাত্রায় শামিল হন রাজশাহীর বিভিন্ন স্তরের নারী, পুরুষ ও শিশু। সবার মধ্যেই ছিল সাম্প্রদায়িকতা, মৌলবাদকে রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয়। বছরের প্রথম দিনে সবাই আরও একবার প্রকাশ করে তাদের আবহমান চেতনার কথা। এছাড়া শেকড়ের সন্ধানে নববর্ষকে বরণ করতে রাজশাহী মহানগরী জুড়ে চলছে উৎসবের আমেজ। বৈশাখের খরতাপ উপেক্ষা করে বর্ষবরণে মেতেছে সবাই।

Saturday, 13 April 2013

রাজবাড়ীর রাজপথে এক কিলোমিটার দীর্ঘ বৈশাখী আলপনা

রাজবাড়ী: চৈত্র সংক্রান্তি ও বাংলা নতুন বছর বৈশাখ উপলক্ষে রাজবাড়ী শহরে প্রায় এক কিলোমিটার পথ আলপনা করেছে ‘আমরা ক’জনা থিয়েটার’ ও ‘ঘরছাড়া’।    হরেক রকম রঙে রঙিন হয়েছে রাজবাড়ীর পিচঢালা রাজপথ।  রাজবাড়ি শহরের  রেলগেট  চত্বর থেকে শুরু করে বড়পুল পর্যন্ত এক কিলোমিটার রাস্তা আলপনার নিপুণ ছোঁয়ায় রঙিন করা হয়েছে। শহরের ১৫ জন থিয়েটার কর্মী ৫ দিন ধরে দিন রাত অক্লান্ত পরিশ্রম ও মেধার সমন্বয় ঘটিয়ে নানা বর্ণে, নানা রঙ এ  শহরের রাস্তায় বৈশাখ সংক্রান্ত বিচিত্র সব চিত্র ফুটিয়ে তুলেছে পিচঢালা রাজপথে। ফুটে উঠেছে রূপসী বাংলার চিরায়ত রূপ ।  ব্যতিক্রম এমন বিশাল আয়োজন রাজবাড়ীতে এটিই প্রথম বলে জানান আলপনার দলটির নেতৃত্ব দেন- মেজবাউল করিম রিন্টু।

Tuesday, 9 April 2013

কক্সবাজার সৈকতে গঙ্গা স্নান : লাখো পূণ্যার্থীদের মিলনমেলা

ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকতের সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুনি গঙ্গা স্নান উৎসবে লাখো পূণ্যার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছিল। সোমবার ভোর থেকে জেলার বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বী নর-নারীরা সমবেত হয়ে সাগর স্নানে মেতে উঠে। ভারতের বৃহৎ গঙ্গা স্নানের আদলে দেশের কক্সবাজার সৈকতে এ উৎসবে বিভিন্ন জেলার পূজারীরা অংশ গ্রহণ করেন। হরতালের কারনে অবশ্যই আগের দিন দেশের বিভিন্ন স্থান থেকে পুজারীরা কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়বেটিক পয়েন্ট অবস্থান নেয়।

বগুড়ায় পিকেটারদের হামলায় ট্রাকচালক নিহত

ডেস্ক রিপোর্ট: বগুড়া শহরের বারোপুর এলাকায় আজ মঙ্গলবার ভোরে হরতাল-সমর্থক পিকেটারদের হামলায় খোকন মিয়া নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। বগুড়া-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় আটজন নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে দলটি কেন্দ্রীয়ভাবে ৩৬ ঘণ্টার হরতাল ডাকে। তবে স্থানীয় বিএনপির নেতারা জেলায় ৪৮ ঘণ্টার হরতাল ডাকেন। গতকাল সন্ধ্যা থেকে তা শুরু হয়। হরতালে ট্রাক নিয়ে বের হন খোকন। আজ ভোর পাঁচটার দিকে শহরের বারোপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে পিকেটাররা তাঁর ওপর হামলা চালিয়ে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে তাঁর মৃত্যু হয়।

Monday, 8 April 2013

মনোহরগঞ্জে হেফাজতের হরতাল পালিত

এনএম মিলন, মনোহরগঞ্জ : কুমিল্লার মনোহরগঞ্জে হেফাজতে ইসলাম বাংলাদেশ সর্বাত্মক হরতাল পালন করেছে। হরতালে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের উপজেলার লুদুয়ায় রাস্তায় জায়নামাজ বিছিয়ে এবং লাঠি হাতে নিয়ে পিকেটিং করে হেফাজতের সমর্থকরা। এদিকে হরতাল সফল করার লক্ষ্যে বিপুলাসারে পিকেটাররা শান্তিপূর্ণভাবে মিছিল ও রাস্তায় জড়ো হয়ে সমাবেশ করে।

লাশের জন্য আহাজারি!

মো. ফরহাদ মজুমদার, (কুমিল্লা): কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ভোগই দক্ষিণ জহির উদ্দিন বেপারি বাড়ীর লাতু মিয়ার প্রথম ছেলে আব্দুল মান্নান (২৫) গত ১৯ মার্চ ওমান আল ব্রেমী হসপিটালে রোগাক্রান্ত হয়ে স্বাভাবিক মৃত্যুবরণ করেন। মৃত্যুর ২০ দিন পার হলেও দেশে আব্দুল মান্নানের লাশ আসেনি। আব্দুল মান্নানের মৃত্যুতে শোকে আছন্ন স্বজনরা অশ্রুসজল নয়নে চেয়ে আছে কবে দেশে আসবে লাশ? আর শেষবারের মত আব্দুল মান্নানের বিদায়ী মুখখানি দেখবে এ আহাজারি এখন স্বজনদের। কিন্তু যখন জানতে পারে আব্দুল মান্নানের লাশ দেশে আসবে না, তখন  শোকে পাগল মাতা-পিতার আহাজারি যেন থামবার নয়। আব্দুল মান্নান ১ মেয়ে, স্ত্রী, মাতা-পিতা ও অভাব-অনাটনের সংসারে ছোট ভাই-বোন রেখে মারা যান। মৃত্যুর পূর্বে সে ওমানে “আহমেদ বিন খামতিন বিন সায়িদীন আসায়ি শরীকা তিজারাত” কোম্পানীতে চাকুরী করত। কোম্পানীতে তার পরিচয় নম্বর ছিল ৮৯০৫১৪৪৭। কোম্পানীর অনিচ্ছায় আব্দুল মান্নানে লাশ দেশে আসছে না বলে জানা যায়। 


নাঙ্গলকোটে ইউপির সদস্যের সহযোগিতায় বাল্য বিয়ে সম্পন্ন

মোঃ দুলাল মিয়া, নাঙ্গলকোট (কুমিল্লা) : কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক ও বর্তমান ঢালুয়া ইউপির সদস্যের সহযোগিতায় বাল্য বিয়ে সম্পন্ন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা চৌকুড়ী গ্রামে, জানাগেছে, ওই গ্রামের মোঃ হাছানের মেয়ে তাছলিমা আক্তার চৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। গত বৃহস্পতিবারে বিদ্যালয়ে যাওয়ার পথে একই গ্রামের রুহুল আমিনের ছেলে সুজন তাকে জোর পূর্বক তুলে নিয়ে যায়। পরে সাবেক ইউপির সদস্য আব্দুল হকের সহযোগিতায় তাকে শুক্রবারে উদ্ধার করে তার বাড়িতে রাখা হয়।

নাঙ্গলকোটে ছোট ভাইয়ের স্ত্রীকে কোপালো ভাশুর

মোঃ দুলাল মিয়া, নাঙ্গলকোট (কুমিল্লা):  কুমিল্লার নাঙ্গলকোটে গত রবিবার এক ভাশুর এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে ছোট ভাইয়ের স্ত্রীকে। জানা গেছে, উপজেলার আদ্রা ইউপির কালাচৌ গ্রামের সৈয়দ আহাম্মদ মজুমদারের বড় ছেলে সিরাজ পূর্ব শত্রুতার জের ধরে তার ছোট ভাই মোশারফের স্ত্রী শেফালী বেগমকে দেশীয় অস্ত্রদিয়ে মাথায় কুপিয়ে আহত করেছে। শেফালীর আত্মচিৎকারে আশেপাশের লোকজন উদ্ধার করে তাকে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নাঙ্গলকোটে বঙ্গবন্ধু পরিষদের অফিস ভাংচুরের দায়ে গ্রেপ্তার ১

মোঃ দুলাল মিয়া, নাঙ্গলকোট (কুমিল্লা) : কুমিল্লা নাঙ্গলকোটে গতকাল রবিবার বাতুপাড়া গ্রামে আ’লীগের বঙ্গবন্ধু পরিষদের অফিস ভাংচুর করে এক যুবক। স্থানিয় সূত্রে জানা যায় কাঠালিয়া গ্রামের মৃত মজি উল্লাহর ছেলে জয়নাল আবেদীন (৪০) আ’লীগের বঙ্গবন্ধু পরিষদের অফিস ভাংচুর শুরু করে। তখন স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে সোফর্দ করে। আটক কৃত ব্যাক্তি পাগল বলে নির্ভযোগ্য সূত্র জানায়। থানার ওসির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

সেনবাগে হেফাজতের শান্তিপূর্ণ হরতাল পালিত

সেনবাগ  (নোয়াখালী) সংবাদদাতা : সেনবাগে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তপূর্ণভাবে পালিত হয়। উল্লেখ্যে, লংর্মাচে আসতে বাধা, আল্লাহ, মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কে নিয়ে ব্লগে কটূক্তি করার অভিযোগ এনে ব্লগারদের সর্বোচ্চ শাস্তির দাবীতে হেফাজতে ইসলামের ডাকে আজ সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল  পালিত হয়।

Thursday, 4 April 2013

সেনবাগে ব্যবসায়ীর হাতে স্কুল ছাত্রীর শ্লীলতাহানি

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা  : নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাটে সুমন এন্টার প্রাইজের মালিক হাজী শাহ আলম (৬০) তার নিজ দোকানের ভিতরে ১০ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্ঠা কালে জনতা হাতে নাতে ধরে ফেলে।

Tuesday, 2 April 2013

রাজশাহীতে শিবিরের মেস থেকে বোমা-অস্ত্র উদ্ধার

রাজশাহী : রাজশাহী নগরীতে ইসলামী ছাত্রশিবিরের একটি মেস থেকে বিপুল পরিমাণ হাতবোমা ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত কয়েকদিনে পুলিশের ওপর শিবিরের হামলার প্রেক্ষাপটে মঙ্গলবার মধ্যরাতে সপুরা এলাকার ওই মেসে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই মেস থেকে ২৮ জনকে আটক করা হয়েছে বলে বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।  এর মধ্যে একজন গত সোমবার পুলিশকে পেটানোয় জড়িত ছিলেন বলে জানান তিনি।

Monday, 1 April 2013

সেনবাগে হিন্দু মন্দিরে অগ্নিসংযোগ

ফিরোজ আলম রিগান, সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা: গত ২৯ মার্চ রাত  আড়াইটার সময় নোয়াখালীর সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের আশু মাষ্টারের বাড়ির মন্দিরে অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। এসময় মন্দিরের ভিতরে থাকা  সিঙ্গাসন ও কিছু মুর্তির ছবি পুড়ে যায়।

Wednesday, 27 March 2013

সীতাকুন্ডে ৯ গাড়িতে আগুন

চট্টগ্রাম, ২৭ মার্চ : চট্টগ্রামের সীতাকুণ্ডে ৯টি গাড়িতে আগুন দিয়েছে পিকেটাররা। এ সময় পিকেটাররা রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দেয়। ১৮ দলের ডাকা বুধ ও বৃহস্পতিবার টানা ৩৬ ঘণ্টার হরতালের শুরুতেই ভোর থেকে ১৮ দলের নেতাকর্মীরা রাস্তায় নেমে পড়েন।

Saturday, 23 March 2013

নোয়াখালী মেইল শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি বিতরণ অনুষ্ঠান

এ.এইচ.এম. মান্নান মুন্না (কোম্পানীগঞ্জ) : জাতীয় পাক্ষিক নোয়াখালী মেইল শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার সকাল ১১টায় নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার প্রশাসন মিলনায়তনে ২০১১ও ১২ইং সালের মাধ্যমিক পর্যায়ের উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মানে সংবর্ধনা দেওয়া হয়।

Friday, 22 March 2013

নিউজ আপডেট : ব্রাহ্মণবাড়িয়ায় আকস্মিক ঘূর্ণিঝড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ৯ জন : প্রধানমন্ত্রীর শোক

শুক্রবার বিকাল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার কয়েকটি গ্রামে টর্নেডো আঘাত হানে বলে জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার জানান। নিহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- জেলা কারাগারের কারারক্ষী মাসুদুর রহমান (২৫), সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আবু তাহের মিয়া (৬০) ও চিনাইর গ্রামের ঝানু চৌধুরী (৫২), বিজয়নগরের পত্তন গ্রামের লাভলী বেগম (৩৫) ও ডলি রাণী দে (২৭) এবং আখাউড়ার জারুইতলা গ্রামের জয়নাল মিয়া (৩২) ও সুমি বেগম (১০)। 

ব্রাহ্মণবাড়িয়ায় আকস্মিক ঘূর্ণিঝড়ে নিহত ৫

ব্রাহ্মণবাড়িয়া: মৌসুমের প্রথম আকস্মিক ঘূর্ণিঘড়ের আঘাতে ব্রাহ্মণবাড়িয়ার সদর ও বিজয়নগর উপজেলার বিভিন্ন গ্রামে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। ঝড়ের কবলে পড়ে আহত হয়েছে শতাধিক নারী-পুরুষ ও শিশু। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন চিকিৎসকরা। আহতদের মধ্যে ৪০ জনের অবস্থা গুরুতর বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঘূর্ণিঝড়টি ওই দুই উপজেলার কয়েকটি গ্রামের ওপর আঘাত হানে।

মণিরামপুরে জামায়াত-পুলিশ সংঘর্ষ, নিহত ১

যশোর: যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষে আনিসুর রহমান (৩২) নামে এক জামায়াত কর্মী নিহত ও ১০ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আনিসুর রহমান জয়পুর গ্রামের ইব্রাহিমের ছেলে।

Wednesday, 20 March 2013

লক্ষ্মীপুরে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

লক্ষ্মীপুর সংবাদধাতা : লক্ষ্মীপুর শহরের বাগবাড়ী  উপজেলা পরিষদের সামনে থেকে অস্ত্র ও গুলিসহ মো. জাহের (২৫) নামে এক সন্ত্রাসীকে বুধবারে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তারকৃত জাহের চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাচপাড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা পরিষদের সামনে ভেন্ডার বাড়ির সামনে  মোটরসাইকেল থেকে দু'যুবক নেমে দোকানের সামনে দাঁড়ায়।এ সময় তাদের সঙ্গে একটি ব্যাগ ছিল।

বান্দরবানে বাসচাপায় নিহত ১

বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলা শহরের লাল ব্রিজ এলাকায় বাসচাপায় চ্যং উ প্রু মার্মা (৬০) নামে একজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, দুপুরে বান্দরবানের লালব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় পূবার্নী পরিবহনের একটি বাস চ্যং উ প্রুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। বান্দরবান থানার উপ-পরিদর্শক (এসআই)সুমন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রামু সহিংসতা: বিচার বিভাগীয় তদন্ত শুরু

কক্সবাজার: কক্সবাজারের রামুর বৌদ্ধ বিহার ও বসতিতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় উচ্চ আদালতের নিদের্শে গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি রামুতে এসে পৌঁছেছেন। তদন্ত কমিটি প্রধান হলেন- চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়া। কমিটির অপর দুই সদস্য হলেন- চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ বিচারক (জেলা জজ) শরীফ মোস্তফা করিম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা অধিদপ্তর-২ এর উপ-সচিব মো. জহুরুল ইসলাম রোহেল। সকালে রামুতে পৌঁছে তদন্ত কমিটির প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ্রের সঙ্গে আলোচনা করেছেন।

ঝাড়ফুল বিক্রি করে ভাগ্যবদল হলো মিরসরাইয়ে রশিদের

মুহাম্মদ দিদারুল আলম (মিরসরাই প্রতিনিধি) : আবদুর রশিদ মিরসরাইয়ের একটি সংগ্রামী মানুষের নাম। অভাব অনটন, কোনো বাঁধা তার জীবনে পথে কাঁটা হতে পারেনি। সাহস, বুদ্ধি, পরিশ্রম দিয়ে জয় করলেন অভাব নামক দানবকে। গ্রামের মানুষের মাঝে একটি কুসংস্কার আছে, ঝাড় দেখে যে ব্যক্তি দিনের শুরু করে, সে ব্যক্তির ওই দিন ভাল যায় না। কিন্তু বিধাতা এ ঝাড়ফুল দিয়ে কারো কারো ভাগ্যবদলের পথ করে দিয়েছেন।

মিরসরাইয়ে জোরারগঞ্জ হাই স্কুলের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান ২৯ ও ৩০ মার্চ

মুহাম্মদ দিদারুল আলম (মিরসরাই প্রতিনিধি) : চট্টগ্রামের মিরসরাইয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জোরারগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী উপলক্ষ্যে আগামী ২৯ ও ৩০ মার্চ  দু’দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

Tuesday, 19 March 2013

সেনবাগে জামায়ত শিবিরের মিছিল থেকে সহিংসতা,৫ জন আহত

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালী সেনবাগ পেীর শহরে রোববার বিকালে হরতালের সমর্থনে বের করা জামায়ত শিবিরের মিছিলে অপ্রীতিকর ঘটনা ঘটে। এতে ৫ জন গুরুতর আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গুরুতর আহতের মধ্যে সেনবাগ পৌরসভার ৭নং ওর্য়াড় যুবদলের সেক্রেটারী তাজুল ইসলাম (২৫) উপজেলা যুবলীগ নেতা গোলাম ছারওয়ার (৩৮) সেনবাগ সরকারি হাসপাতালে  ও জামায়াতের কাদরা ইউনিয়ন কমিটির সেক্রেটারী দীন মোহাম্মদকে (২৮) ফেনীর একটি প্রইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত কর্মীদের প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদশীরা জানায়, হরতালের সমর্থনে বিকেলে ৫টার দিকে জামায়ত শিবিরের নেতাকর্মীরা একটি মিছিল বের করে । মিছিলটি বাজারের পূর্ব বাজার দিয়ে যাচ্ছিলেন এসময় পৌরসভার ৭নং ওর্য়াড় যুবদলের সেক্রেটারী তাজুল ইসলাম একটি পিকআপ গাড়ি ওই পথে যাওয়ার সময় তার গাড়িকে সাইড় দিতে বল্লে এনিয়ে তাজুর সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় পাশের দোকানে বসা যুবলীগ নেতা গোলাম ছরওয়ার ঘটনাটি থামানোর জন্য এগিয়ে যান। মহুর্তের মধ্যে শুরু হয় হমলা পাল্টা হামলা। সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার আফিসার ইনর্চাজ (ওসি) এমরান আলী বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

Monday, 18 March 2013

লক্ষ্মীপুরে গৃহবধূ কে ধর্ষণ করার অপরাধে গ্রেফতার-১

অমর দাস (লক্ষীপুর প্রতিনিধি) :  লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ গ্রামে এক গৃহবধূ কে জোরপূর্বক ধর্ষণ ও তা ভিডিও চিত্র ধারণ করার ঘটনায়  মামলা দায়ের করার পর পুলিশ  এ ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ আবদুল কাদের (৪০) নামে এক জনকে আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করে। সদর থানা পুলিশ জানায়, সদর উপজেলার ভবাণীগঞ্চ গ্রামের এক প্রবাসী স্ত্রীর ঘরে গত ১৭  ফেব্রয়ারী রাত ২ টার দিকে  ভবানীগঞ্জ  গ্রামের মূত ছায়েদুল হকের পুত্র আবদুল কাদের ও মোসলেমের পুত্র মোঃ কবির (৩৫) অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূ কে ধর্ষণ ও তার ভিডিও চিত্র ধারণ করে।