Thursday, 18 April 2013

যুদ্ধাপরাধীদের রক্ষার অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ান : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

খুলনা : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু যুদ্ধাপরাধীদের রক্ষার অপতৎপরতা বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে রুখে দাঁড়ানোর জন্য ১৪ দলের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন। খবর বাসস।
তিনি বলেন, চিরদিনই অপশক্তির পরাজয় হয়েছে এবং এবারো তারা পরাজিত হবে। মুক্তিযুদ্ধের শক্তির জয় আবারো এ বাংলায় হবে।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আর্দর্শের লড়াকু সৈনিকেরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে প্রতিজ্ঞাবদ্ধ।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানের ২৩ বছরের দুঃশাসনের বিরুদ্ধে বাঙালী জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এবং ’৭১-র মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বাঙালী স্বাধীনতা অর্জন করেছে।
যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন উল্লেখ করে তিনি আরো বলেন, অর্জিত সেই স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনাকে নস্যাৎ করতে খালেদা জিয়ার নেতৃত্বে ১৮ দল অতীতের ন্যায় ইসলামকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে।
কিন্তু বাঙালী জাতি সবসময়ই এদেশে সাম্প্রদায়িক ধর্মভিত্তিক রাজনীতি প্রত্যাহার করে প্রমাণ করেছে যে, তারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে।
জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ এতে সভাপতিত্ব করেন ।
মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমান মিজান সভা পরিচালনা করেন ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট চিশতি সোহরাব হোসেন শিকদার, শেখ হায়দার আলী, কাজী এনায়েত হোসেন, সংসদ সদস্য বেগম নুর আফরোজ আলী, উপজেলা চেয়ারম্যান গাজী আব্দুল হাদি, মল্লিক আবিদ হোসেন কবির, অ্যাডভোকেট সুজিত অধিকারী, অ্যাডভোকেট রজব আলী সরদার, এমডিএ বাবুল রানা, অ্যাডভোকেট নবকুমার চক্রবর্তী, অধ্যাপক আলমগীর কবীর, শ্যামল সিংহ রায়, অলোকা নন্দা দাস প্রমুখ।
পরে স্বরাষ্ট্র্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগ কার্যালয়ে ১৪ দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময়ে তিনি খুলনার রাজনৈতিক ও আইন শৃংখলা বিষয় নিয়ে আলাপ করেন।