Sunday, 28 April 2013

মহাসড়ক সংষ্কারে বিলম্বিত করলে ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : যোগাযোগ মন্ত্রী

ময়মনসিংহ : ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ পরিদর্শনে এসে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে আগামী ১৫ দিনের মধ্যে কাজের অগ্রগতি ও বিদ্যমান মহাসড়ক মেরামতের কাজ সচল রাখার নির্দেশ দিয়েছেন।
না হলে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার পাশাপাশি কালো তালিকাভূক্ত করার হুশিয়ারী দেন। রোববার সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলা সদরের রাস্তার বেহাল দশা ও চারলেনে উন্নীতকরন কাজের মাওনা থেকে ত্রিশালের রায়মনি পর্যন্ত ধীরগতি দেখে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় প্রকল্প পরিচালক মো: হাফিজ, তত্ত্ববধায়ক প্রকৌশলী মো: শাহাবউদ্দিনর, অতিরিক্ত জেলা প্রশাসক শিবিড় বিচিত্র বড়–য়াসহ উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ত্রিশালের রায়মনি থেকে ময়মনসিংহ পর্যন্ত ৪নং প্যাকেজের কাজ সন্তোষজনক প্রকাশ করে বলেন, ৩নং প্যাকেজে মাওনা থেকে ত্রিশালের রায়মনি পর্যন্ত কাজের কোনো গতি নেই। একাধিকবার ব্যাক্তিগতভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেও কাজের অগ্রগতি বাড়ানো যায়নি। তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, সারাদেশে যেসব প্রতিষ্ঠান গাফিলতি করবে, সেইসব প্রতিষ্ঠানকে কালো তালিকাভূক্ত করা হবে।
সাভার ট্রাজেডী প্রসঙ্গে তিনি বলেন, এটি অমানবিক অপরাধ। তিনি বলেন, শুধু লোভ-লিস্পার কারনে এতোগুলো প্রাণ বলি হয়ে গেছে। এই অপরাধ ক্ষমার অযোগ্য। যেই অপরাধ করুক, শাস্তি তাদের পেতেই হবে।