Wednesday, 15 May 2013

লক্ষ্মীপুরে মহাসেন মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন : সরকারী কর্মকর্তার ছুটি বাতিল, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষনা

লক্ষ্মীপুর প্রতিনিধি: বঙ্গোপসাগরে ঘৃর্ণিঝড় মহাসেন এর সম্ভাব্য দুর্যোগ ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় কয়েক দফায় সভা করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন।  লক্ষ্মীপুর জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।  সভায় কন্টোল রুম খোলার পাশাপাশি জেলা পর্যায়ের সকল কর্মকর্তার ছুটি বাতিল ও জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সাধারন ছুটি ঘোষনা করা হয়েছে।
রামগতি উপজেলার চরগজারিয়া, বয়ারচর ও তেলিরচরের লোকজনকে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। অপরদিকে পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত আলেকজান্ডারের ৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষনা করা হয়েছে। এছাড়া রেড ক্রিসেন্টসহ সব স্বেচ্ছাসেবকদের ঘৃর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক একে এম মিজানুর রহমান জানান, র্ঘৃর্ণিঝড় মোকাবেলায় ব্যাপক প্রস্ততি নেয়া হয়েছে। ঝুকিপূর্ন এলাকায় মাইকিং করা হয়েছে। উপকূলীয় এলাকায় ৬৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। রামগতি ও কমলনগর উপজেলার উপকূলীয় এলাকায় ইতিমধ্যে ৭০ মে.টন চাল ও ১ লক্ষ টাকা বরাদ্ধ পাওয়া দেয়া হয়েছে। রামগতি ও কমলনগর উপজেলায় পর্যাপ্ত ওষুধ ও শুকনা খাবারসহ বিভিন্ন উপকরন পাঠানো হয়েছে।