Wednesday, 12 June 2013

কুমিল্লায় প্রতিবন্ধি নাগরিক অধিকার কমিটির মানববন্ধন

কুমিলা : গত ৮ জুন কুমিলা জেলা প্রতিবন্ধি নাগরিক অধিকার কমিটির উদ্যোগে কুমিল্লা প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধি নাগরিকদের ৩ দফা দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কুমিলা জেলা প্রতিবন্ধি নাগরিক অধিকার কমিটির আহ্বায়ক মো. মোস্তফা কামাল ফোরম্যানের নেতৃত্বে প্রতিবন্ধিদের বিশাল এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুগ্ম আহ্বায়ক মো. খালেকুজ্জামান, সদস্য সচিব মো. সহিদ উল্যা, মহিলা সম্পাদিকা ফাতেমা আক্তার, সদস্য মো. কবির হোসেন, মো. জয়নাল আবেদীন, আব্দুর রব, আব্দুর রহিম, আমির হোসেন, ফয়েজ উল্যা, জাহাঙ্গীর আলম, মো. হাসান, মো. সেলিম, সালেহ আহম্মদ প্রমুখ। জেলা প্রতিবন্ধি নাগরিক অধিকার কমিটির আহ্বায়ক মো. মোস্তফা কামাল ফোরম্যান বলেন ‘সন্তান না কাঁদলে মা-ও দুধ দেয় না’ এই বিশ্বাসকে লালন করে আমরা ২৫ বছর ধরে আমাদের যথাযথ অধিকার আদায়ে আন্দোলন করে আসছি। যৌক্তিক ও ন্যায়সংঙ্গত আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায়ের চেষ্টা চালিয়ে যাব।
 প্রতিবন্ধি নাগরিক অধিকার কমিটির ইতিপূর্বে ঘোষিত ৩ দফা দাবিগুলো হলো- ক. একজন মন্ত্রী পরিষদ সদস্যসহ প্রতিবন্ধি ব্যক্তিদের উন্নয়ন সমন্বয় মন্ত্রণালয়, জাতীয় সংসদে ৩৫টি এবং স্থানীয় সরকারের সকল স্তরে ২টি করে প্রতিবন্ধি প্রতিনিধিদের জন্য আসন সংরক্ষণ চাই, খ. জাতীয় বাজেটে প্রতিবন্ধি ব্যক্তিদের স্ব-সংগঠনসমূহের ক্ষমতায়ন ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ১% এবং সকল মন্ত্রণালয়ের বাজেট প্রতিবন্ধি ব্যক্তিদের উন্নয়ন বান্ধব নিশ্চিত পূর্বক বরাদ্ধ চাই, গ. সরকার কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধি বিষয়ক জাতিসংঘ সনদের আলোকে অধিকার ভিত্তিক ও বৈষম্যমুক্ত আইন চাই।