রাজবাড়ী: কালবৈশাখী ঝড়ের কারণে নদী উত্তাল হয়ে ওঠায় রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানবাহন বোঝাই করে পাটুরিয়ায় পাঁচটি এবং দৌলতদিয়ায় তিনটি ফেরি নোঙর করে আছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, বাতাসের তীব্রতা কম হলে আবার ফেরি ও লঞ্চ চলাচল শুরু হবে। এদিকে, ফেরিতে যানবাহন পারাপার বন্ধ থাকায় উভয় পাড়ে আটকা পড়েছে কয়েকশ’ যানবাহন।