সেনবাগ ( নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালীর সেনবাগ উপজলোর বীজবাগ ইউনিয়নের খলিল মিয়ারহাট বাজার সংলগ্ন মুক্তা ব্রিকফিল্ডের সামনে গত বুধবার রাতে পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাপসহ আসামি সিরাজ প্রকাশ বোমা পাটোয়ারী (৩৩) ও পুলিশের একটি র্শটগান ছিনতাইয়ের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে এএসআই হাবিবুর রহমান ও কনষ্ট্রবেল খোরশেদ আলমকে ক্লোজ করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বিষয়টি সেনবাগ থানার অফিসার ইনর্চাজ (ওসি) এমরান আলী পিপিএম সাংবাদিকদের নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, থানা পুলিশের একটি বিশেষদল বৃহস্পতিবার ভোরে হ্যান্ডকাপসহ আসামি সন্ত্রাসী সিরাজ প্রকাশ বোমা পাটোয়ারীকে ফেনী থেকে গ্রেফেতার এবং পুলিশের খোয়া যাওয়া র্শটগানটি সেনবাগ উপজলোর বীজবাগ গ্রামরে একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে এ ঘটনায় শুক্রবার সন্ত্রাসী সিরাজ প্রকাশ বোমা পাটোয়ারী এবং তার দুই সহযোগীকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে জলে হাজতে প্রেরণ করা হয়েছে তাদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, অস্ত্র লুট, পুলিশকে মারধর ও কতব্যকাজে বাঁধা দেয়ার অভিযোগে থানা পুলিশের এএসআই জসমি উদ্দিন বাদী হয়ে থানায় পৃথক মামলা দায়রে করে আটককৃতদের ওই মামলার এজাহারভুক্ত আসামি করা হয়েছে
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম রেঞ্জের সহকারী উপ-মহাপরিদর্শক (এডশিনাল ডিআইজি) মোশারফ হোসনের নির্দেশে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটির প্রধান করা হয়েছে সহকারী পুলিশ সুপার (সদর র্সাকলে) নপিকৃতি চাকমা কে কমিটির অন্য দুই সদস্য হলেন: গোয়ন্দো পুলিশের ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) ও বিশেষ শাখার ডিআইজি। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম রেঞ্জের সহকারী উপ-মহাপরিদর্শক (এডশিনাল ডিআইজি) মোশারফ হোসনের নির্দেশে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটির প্রধান করা হয়েছে সহকারী পুলিশ সুপার (সদর র্সাকলে) নপিকৃতি চাকমা কে কমিটির অন্য দুই সদস্য হলেন: গোয়ন্দো পুলিশের ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) ও বিশেষ শাখার ডিআইজি। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে