Sunday, 12 May 2013

মনোহরগঞ্জে দোকান চুরির সন্দেহে দুই এবং এক শিবির কর্মী আটক

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়ায় দোকান চুরির সন্দেহে পুলিশ ২জনকে আটক করে। আটক করে নিয়ে যাওয়ার সময় রাস্তায় এক শিবির কর্মীকে দেখে ধরে নিয়ে যায়। জানা যায়, নাথেরপেটুয়া বাজারে মা-টেলিকম প্রো. হাজ্বী সেলিমের তিন লক্ষাধিক টাকার মালামাল চুরির সন্দেহে দোকানের কর্মচারী উপজেলার বরল্লা গ্রামের মো. আবু নোমান ও প্রশিক্ষানার্থী উপজেলার ধোপামুড়ী গ্রামের শরীফ হোসেনকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার সময় নাথেরপেটুয়া গ্রামের ফরহাদ হোসেন নামে এক শিবির কর্মীকে আটক করে পুলিশ। উপজেলা শিবির সভাপতি মো. আরিফুর রহমান’র সাথে কথা বলে জানা যায়, আওয়ামী প্রশাসনের এ গ্রেফতার নাটকের অংশবিশেষ। কুমিল্লা পলিটেকনিক্যালের মেধাবী ছাত্র ফরহাদকে পুলিশ কোন কারণ ছাড়াই ধরেছে। এ ঘটনায় সরকারের বাকশালী হিংস্রতার প্রতিবাদ, নিন্দা জানাই।