Saturday, 11 May 2013

চট্টগ্রাম বোর্ডে ১৩ তম জে.বি স্কুল মিরসরাইয়ে জিপিএ-৫ পেয়েছে ২শ ৪৮ জন, ১৬ প্রতিষ্ঠানে শতভাগ পাস

মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ  মিরসরাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় ২শত ৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পাসের হার শতভাগ। গত বছরের চেয়ে একটু এগিয়ে এবার চট্টগ্রাম বোর্ডের ১৩ তম স্থানে রয়েছে উপজেলার জোরারগঞ্জ বৌদ্ধ (জে.বি.) উচ্চ বিদ্যালয়। এ স্কুল থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ৭১ জন। স্কুলের ১০৬ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। ১৯৯৯ সাল থেকে জে.বি স্কুলের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে থেকে ১৫ বার সেরা স্কুলের সুনাম কুড়িয়ে ১৩ বার শতভাগ পাশের গৌরব আর্জন করে মফস্বলের এ শিক্ষা প্রতিষ্ঠান। এবার উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ে পাসের হার শতকরা ৯২ ভাগ ও মাদ্রাসায় পাসের হার শতকরা ৯৫ ভাগ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ন কবির খান জানান, উপজেলার ৪৪টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ হাজার ৫১৯ জন ও ২১টি মাদ্রাসা থেকে ৭৯৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। মাধ্যমিক বিদ্যালয়ে থেকে ৩ হাজার ২১১ জন ও মাদ্রাসা থেকে ৭৫২জন শিক্ষার্থী পাস করেছে। মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২১৩ জন এবং মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন শিক্ষার্থী।
 উপজেলায় স্কুল পর্যায়ে জে. বি উচ্চ বিদ্যালয় ১ম স্থান, বিশ্বদরবার ২য় স্থান, গোলকেরহাট পিএন উচ্চ বিদ্যালয় ৩য় স্থান, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় ৪র্থ স্থান, সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়, জাফরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, খইয়াছড়া উচ্চ বিদ্যালয়, ওয়াহিদুল নেছা মাধ্যমিক বিদ্যালয় অর্জন করেছে।
মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক জানান, দাখিল পরীক্ষায় বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসা ১ম, গনিয়াতুল উলুম আলিয়া মাদ্রাসা ২য়, আহম্মদিয়া হাবিবিয়া ৩য়,  আবুতোরাব ফাজিল, সুফিয়া নুরিয়া ফাজিল, মির্জাবাজার ইসলামীয়া দাখিল, নুরুল উলুম ইদ্রিছিয়া দাখিল, ও সৈয়দপুর দাখিল মাদ্রাসা শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।
চট্টগ্রাম বোর্ডে ১৩তম স্থানে থাকা জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুভাষ সরকার জানান, জে.বি. উচ্চ বিদ্যালয় থেকে একশ ৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭১ জন ও অন্যরা এ পেয়েছে। তিনি আরো জানান, প্রতিবারের মত এবারও সেরার মুকুট ধরে রাখতে পারায় আনন্দটা একটু বেশি মনে হচ্ছে।
মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ক ম শরীফুল ইসলাম জানান, শিক্ষার্থীরা ঈর্ষনীয় সাফল্যের মাধ্যমে বিদ্যালয় তথা মিরসরাইয়ের মুখ উজ্জ্বল করেছে। তিনি এ সাফল্যে শিক্ষার্থীদের অভিবাদন জানিয়েছেন।
 সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনোজ কুমার বণিক জানান, অধ্যবসায় এবং শৃঙ্খলাই আমার প্রিয় শিক্ষার্থীরা শতভাগ সফলতা এনে দিয়েছে।’