Monday, 6 May 2013

সেনবাগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

সেনবাগ(নোয়াখালী)সংবাদদাতা :  সেনবাগে ০৬ মে সোমবার সকাল ৯ ঘটিকায় কল্যান্দী কি-ার গার্টেন এর  বার্ষিক ক্রীড়া ও  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  উক্ত অনুষ্ঠানে কল্যান্দী কি-ার গার্টেন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: সাহাব উদ্দিনের সভাপতিত্বে হাজী মনির আহম্মেদের সাঞ্চলনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, (কুয়েত) বৃহত্তর নোয়াখালী প্রবাসী এসোসিয়েশন, সভাপতি প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম, অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, (কুয়েত) বৃহত্তর নোয়াখালী প্রবাসী এসোসিয়েশন সহ-সভাপতি মোহাম্মদ হানিফ কোম্পানীগঞ্জ ১নং সিরাজপুর  ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আবু সাঈদ, ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ উল্যা বিএসি (কুয়েত) বৃহত্তর নোয়াখালী প্রবাসী এসোসিয়েশন আইন-বিষয়ক সম্পাদক মো: আবুল বাশার মনির,  প্রাক্তন সাব- ইন্সেপেক্টর রফিকুল ইসলাম, রুহল আমিন বিএসি, সামাজিক ব্যক্তিত্ব শরিয়ত উল্যা, ডা: মজিবুল হক,শ্যামল কর্মকার ও কল্যান্দী কি-ার গার্টেনের সকল শিক্ষক/শিক্ষিকা ,ছাত্রছাত্রী ও অভিবাবক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে  বিভিন্ন বিভাগে পুরুস্কার তুলে দেওয়া হয়। পরে একর্পযায়ে  (কুয়েত) প্রবাসী মহুরুম সাহাব উদ্দিনের স্ত্রী মমতাজ বেগমের হাতে আর্থিক সহায়তার অনুদান তুলে দেন (কুয়েত) বৃহত্তর নোয়াখালী প্রবাসী এসোসিয়েশনের পক্ষ থেকে   সভাপতি প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম।