Sunday, 21 April 2013

হেফাজত বিএনপি-জামায়াতের দালালী করছে : সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

বরিশাল : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম হেফাজতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা আমাদেরকে আওয়ামীলীগের দালাল বলার চেষ্টা করছেন, অথচ আমরা দেখছি আপনারা মাঠে নেমে বিএনপি-জামায়াতের দালালি করছেন। আপনাদের মিথ্যাচার ও গভীর ষড়যন্ত্র জনগন বুঝে গেছে।শনিবার বিকেলে ইসলামী আন্দোলনের বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে নাস্তিকদের আস্ফালন সহ্য করতে হচ্ছে, এটা মেনে নেয়া যায় না। আল্লাহ ও রাসুল (সাঃ)-এর দুশমন নাস্তিক-মুরতাদদের শাস্তির আইন পাশ, নির্দলীয় নিরপে সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে রোডমার্চ ও জনসভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি ও রোডমার্চ বাস্তবায়ন কমিটির আহবায়ক মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের।
সভায় ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, বাংলাদেশ এখন গভীর ষড়যন্ত্রের মুখোমুখি। নাস্তিক মুরতাদরা এপার-বাংলা ওপার-বাংলার সুর মিলিয়ে সীমানা মুছে দেয়ার যড়যন্ত্রে লিপ্ত হয়ে পরেছেন। প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, বামপন্থীরা আপনাকে ঘিরে রেখেছে। তারা নাস্তিকদের রা করতে পারবে না।
আমরা মাঠে নেমেছি, জীবন দিয়ে হলেও আমরা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করবো ইনশ্আল্লাহ। তিনি প্রধানমন্ত্রীকে হুশিয়ারী দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার পায়ের তলায় এখন মাটি নেই, আপনি জনবিচ্ছিন্ন, শেষ মুহুর্তে ইসলামের উপর আঘাত করবেন না, তাহলে আপনাকে করুন পরিণতি বরন করতে হবে।
জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্য মোঃ ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজী, রাজনৈতিক উপদেষ্টা মাওলানা রুহুল আমিন খান, অধ্যাপক আশরাফ আলী আকন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য নাসির আহমেদ কাওসার, নওমুসলিম ডাঃ সিরাজুল ইসলাম সিরাজী, বরিশাল জেলার সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী, জেলা সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম, মহানগর সেক্রেটারী মাওলানা জাকারিয়া হামিদী, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মুহাম্মদ খলিলুর রহমান প্রমুখ।