Sunday, 28 April 2013

সিরাজগঞ্জে সাভারের লাশবাহী এম্বুলেন্স দুর্ঘটনা কবলিত : নিহত ৩

সিরাজগঞ্জ : সাভারের ভবন ধসে নিহত শ্রমিকের লাশ বহনকারী এম্বুলেন্স দুর্ঘটনা কবলিত হয়ে তিনজন নিহত হয়েছেন। আজ রবিবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চালকের সহকারী নুরুল ইসলাম (২৭) এবং দুই পথচারী লোকমান হোসেন (২৪) ও তাইজল হোসেন (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, এম্বলেন্সটি সাভারের ভবনধসে নিহত তহুরা বেগমের লাশ নিয়ে তার গ্রামের বাড়ি পাবনার আটঘরিয়ায় যাচ্ছিল। সকাল সাড়ে ছয়টার দিকে ঘটনাস্থলে এ্যম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাংক লরির পেছনে ধাক্কা দেন। এতে এম্বুলেন্সের সহকারী ও একজন পথচারী ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরেক পথচারীর মৃত্যু হয়। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন, সাভারে ভবন ধসে নিহত তহুরা বেগমের বাবা আব্দুস সোবাহান, স্বামী শাহিন এবং তার আত্মীয় দুলাল হোসেন, লাল মিয়া ও শাহজাহান আলী। আহতদের বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শাহজাদপুর থানার ওসি আব্দুল জলিল সত্যতা নিশ্চিত করেছেন।