মুহাম্মদ দিদারুল আলম (মিরসরাই প্রতিনিধি) : চট্টগ্রামের মিরসরাইয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জোরারগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী উপলক্ষ্যে আগামী ২৯ ও ৩০ মার্চ দু’দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকছুদ আহম্মদ চৌধুরীকে চেয়ারম্যান ও নাঈমুল ইসলাম সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট উদ্যাপন পরিষদ গঠন করা হয়েছে। বর্ণাঢ্য এই আয়োজনের সাংস্কৃতিক উপ-পরিষদের আহবায়ক জে.বি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার জানান, আগামী ২৯ মার্চ শুক্রবার সকাল ১০টায় দুই দিন ব্যাপী শতবর্ষ উদ্যাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করবেন যুদ্ধকালীন সাব-সেক্টর কমান্ডার, বিমান ও পর্যটন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের খ্যাতিমান তারকাবৃন্দ উপস্থিত থাকবেন। দিদার লালন একাডেমির প্রতিষ্ঠাতা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নাছির উদ্দিন দিদার জানান, শতবর্ষ উদ্যাপন ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানে বৈচিত্র্যতা আনা হয়েছে। এতে বিখ্যাত শিল্পী বিটিভির তারকা নকুল কুমার বিশ্বাস, এটিএন তারকা ওমর আলী সহ জনপ্রিয় কণ্ঠ শিল্পীরা ও লালন একাডেমির শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। তিনি শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।