Wednesday, 17 April 2013

বঙ্গোপসাগরে সাত ট্রলারসহ ৫০ মাঝি-মাল্লা নিখোঁজ

কক্সবাজার: বঙ্গোপসাগরে কালবৈশাখীর ঝড়ো হওয়ার কবলে পড়ে কক্সবাজারের সাতটি ট্রলারসহ ৫০ জন মাঝি-মাল্লা নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার বিকেলে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে মাছ ধরার সাতটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। বুধবার বিকেল পর্যন্ত ওই ট্রলারগুলো উদ্ধার করা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ সংবাদ মাধ্যমকে জানান, মঙ্গলবার কালবৈশাখী ঝড়ো হাওয়ার কবলে পড়ে মাঝি-মাল্লাসহ ৭টি ফিশিং ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
তবে কিছু মাঝি-মাল্লা অন্য ট্রলারে করে কূলে ফিরে আসলেও এখনও নিখোঁজ রয়েছে প্রায় ৫০ জন মাঝি-মাল্লা। নিখোঁজ মাঝি-মাল্লাদের খোঁজে বোট মালিক সমিতির পক্ষ থেকে বুধবার বিকেল থেকে কয়েকটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের সন্ধান মেলেনি বলে জানান তিনি।

এদিকে, মঙ্গলবার কক্সবাজারের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে প্রায় ৩০ লাখ টাকার উৎপাদিত লবণ ভেসে গেছে। শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। একই সঙ্গে বজ্রপাতের ঘটনায় কক্সবাজার সদরে ২ জন, চকরিয়া, কুতুবদিয়া ও মহেশখালীতে ১ জন করে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহায়তা প্রদান শুরু করেছে জেলা প্রশাসন। কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, কক্সবাজার চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত বহাল রয়েছে। বুধবার দুপুর পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি ও ঝড়ো হাওয়া হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।