Saturday, 27 April 2013

মিরসরাইয়ে গণিতে সৃজনশীল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : গণিতে সৃজনশীল পদ্ধতি প্রত্যাহারের দাবিতে মিরসরাইয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলও মানববন্ধন করেছে। শনিবার (২৭এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে বক্তৃতাকালে তারা নবম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে সৃজনশীল গণিত পরীক্ষা পদ্ধতি প্রত্যাহারের দাবি জানান। চলতি বছরের এ সময়ের মধ্যে নবম শ্রেণীর পাঠ্যসূচি তিনবার পরিবর্তন করা হয়েছে। এতে করে শিক্ষার্থীরা বুঝে উঠতে পারেনি তাদের কোন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে তারা দেখতে পায় প্রশ্নপদ্ধতি সৃজনশীল।
সরকারহাট এনআর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৈকত রক্ষিত,তানভীর হাসান মাহমুদ জানান, আমরা পূর্বের শ্রেণীগুলো থেকে সৃজনশীল অনুশীলনে অভ্যস্ত নই তাই সৃজনশীল পরীক্ষা পদ্ধতি প্রত্যাহার করা হোক। সৃজনশীল প্রত্যাহারের বিষয়ে শিক্ষকদের কোনো অভিমত নেই, তবে তারা গণিতে সৃজনশীল প্রত্যাহারের পক্ষে।
নিজামপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী মেজবা উদ্দিন বলেন, হঠাৎ করে নবম শ্রেণীতে সৃজনশীল প্রত্যাহার না করলে আমাদের গতানুগতিক পড়াশোনায় বেগ পোহাতে হবে।
হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাছান কাওছার বলেন, আমরা ৬ষ্ঠ শ্রেণী থেকে সৃজনশীল পদ্ধতিতে পড়াশোনায় অভ্যস্ত নই। তাই সাধারণ নিয়মে আমাদের পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদুল হাসান রাব্বি বলেন, ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থী আমরা। কিন্তু আমরা সৃজনশীল পদ্ধতিতে ৬ষ্ঠ শ্রেণীতে পাঠদান ছিল না। হঠাৎ করে সৃজনশীল পরীক্ষা পদ্ধতি করায় আমরা হতাশ।
মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষিকা খালেদা আক্তার বলেন, গত বছর সরকার ঘোষণা দিয়েছে এবছর শিক্ষাপদ্ধতিতে সৃজনশীল করা হবে। তবে শিক্ষার্থীরা অতীত থেকে সৃজনশীল পদ্ধতিতে অভ্যস্ত না হওয়ায় তাদের মধ্যে একটা ভীতি কাজ করছে। কয়েকটা পরীক্ষা দিলে ঠিক হয়ে যাবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, গণিত বিষয়ে সৃজনশীল পদ্ধতি নীতি নির্ধারকদের সিদ্ধান্ত।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বলেন, তাদের সৃজনশীল পদ্ধতিতে যদি কোনো অভিযোগ থাকে তাহলে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাধ্যমে লিখিতভাবে জানানোর পরামর্শ দেয়া হয়েছে। লিখিত অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।