Sunday, 16 June 2013

ফাঁকা মাঠে গোল দেওয়া এ সরকার পছন্দ করেন না- ওবায়দুল কাদের

এএইচএম মান্নান মুন্না, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উন্নায়নের স্বার্থে একটা সরকার পরপর দুইবার ক্ষমতায় আসলে  উন্নায়নে ব্যাঘাত হয়না। দেখা গেছে আমি কাজ করে চলে গেলাম আমার পর আর একজন আসলে উন্নায়ন অসম্পূর্ণ হয়ে থাকে।
আপনাদের ও এলাকার স্বার্থে আওয়ামীলীগ সরকার যেন আবার ক্ষমতায় আসে তার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আওয়ামীলীগ আগামী নির্বাচনে ক্ষমতায় আসলে এই এলাকার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করা হবে। বর্তমান সরকার আগামী ২৫ অক্টোবর ক্ষমতা ছেড়ে দেবে। সংবিধান অনুযায়ী এর মাঝে যে কোন দিন নির্বাচন হবে। ওই নির্বচন হবে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন। বিগত সিটি কর্পোরেশন নির্বাচনগুলো যে ভাবে আবাধ ও শান্তিপূর্ণ হয়েছে আগামীকাল ৪টি সিটি কর্পোরেশন নির্বাচনগুলো সেই ধারাবাহিকতায় হবে সরকার তা হস্তক্ষেপ করবে না। ফাঁকা মাঠে গোল দেওয়া এ সরকার পছন্দ করেন না। আগামী জাতিয় সংসদ নির্বাচনে বিরোধীদল অংশগ্রহণ না করলে তারা ভুল করবে। তাদেরকে নির্বচনে অংশগ্রহণ করা উচিত। গত শুক্রবার দুপুর ১২টায় তার নির্বচনী এলাকায় নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা চরহাজারী ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে দুস্থদের ত্রাণ বিতরণকালে তিনি এসব কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি খিজির হায়াত, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, চরহাজারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতিসহ ও অন্যান্য নেতৃবৃন্দ৤