Monday, 15 April 2013

সেনবাগে শিবিরের হামলায় ২ সাংবাদিক ও যুবলীগ কর্মী আহত

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালী সেনবাগ উপজেলায় শিবিরের হামলায় সাপ্তাহিক অধিকার পত্রিকার সম্পাদক গোলাম মোর্তূজা, বার্তা সম্পাদক আবদুল জলিল ও যুবলীগ নেতা আরফিন গুরুত্বর আহত হয়েছে।
শিবিরের হরতাল চলাকালিন সময়ে যুবলীগ নেতা আরফিনকে পিটানোর জের ধরে এ ঘটনা ঘটে।  ঘটনার বিবরনীতে জানা যায়, গত ১১এপ্রিল শিবিরের হরতাল চলাকালিন সময়ে যুবলীগ নেতা আরফিন মোটারসাইকেল চালিয়ে যাওয়ার পথে সেনবাগ উপজেলার সাতবাড়িয়া ফকিরা হাটে সেনবাগ- সোনাইমুড়ি সড়কে পথ রোধ করে তার মোটর সাইকেল ভাংচুর করে এবং তাকে মারধর করে। এতে আরফিন ক্ষীপ্ত হয়ে সেনবাগ বাজারের ইউচুফ ট্রেড্রাসে হামলা করে এবং গত শনিবার শিবির কর্মী ছারোয়ার এইচ এস সি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে  যুবলীগ নেতা আরফিন তাকে মারধর করে পুলিশে সোর্পদ্দ করে। এরই জের গত শনিবার সংঘবদ্ধ শিবির কর্মীরা সেনবাগ থানার মোড়ে আরফিনকে একা পেয়ে বেদম মারধর করে গুরুত্বর আহত করে। এঘটনার একঘন্টা পর  উপজেলার ৩নং ইউনিয়নের  ফকিরাহাট বাজারে অধিকার পত্রিকার সম্পাদক গোলাম মোর্তূজা ও আবদুল জলিলকে  পিটিয়ে আহত করেছে শিবির কর্মীরা। জামায়াত শিবিরের সমালচনা করার অভিযোগে তার উপর হামলা করা হয় বলে জানা গেছে।