মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধি : ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘন্টা হরতালের প্রথম দিন পালিত হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ে। বুধবার (৮ মে) ভোরে হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে উপজেলা যুবদল। উপজেলা যুবদলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপনের নেতৃত্বে বুধবার ভোরে ধুমঘাট ও মস্তাননগর বাইপাসে পিকেটিং করে যুবদলের কর্মীরা। সড়কে সিএনজি অটোরিক্সা ব্যতিত আর কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
সরকারী, বেসরকারী অফিস ও ব্যাংক বীমার কার্যক্রম ছিল স্বাভাবিক। সড়কের বিভিন্ন স্থানে আইন-শৃংখলা বাহিনীর সদস্য মোতোয়েন ছিল।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের হরতাল চলছে। মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশের বেশকিছু টিম দায়িত্ব পালন করে।