Wednesday, 20 March 2013

লক্ষ্মীপুরে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

লক্ষ্মীপুর সংবাদধাতা : লক্ষ্মীপুর শহরের বাগবাড়ী  উপজেলা পরিষদের সামনে থেকে অস্ত্র ও গুলিসহ মো. জাহের (২৫) নামে এক সন্ত্রাসীকে বুধবারে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তারকৃত জাহের চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাচপাড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা পরিষদের সামনে ভেন্ডার বাড়ির সামনে  মোটরসাইকেল থেকে দু'যুবক নেমে দোকানের সামনে দাঁড়ায়।এ সময় তাদের সঙ্গে একটি ব্যাগ ছিল।
পরে স্থানীয় লোকদের সন্দেহ হলে তারা তাদের ব্যাগ তল্লাশি করে একটি এলজি ও ৫ রাউন্ড গুলি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ সময় অপর সহযোগী মটরসাইকেলসহ পালিয়ে যায়।সদর থানার পুলিশ পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাহেরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।