Monday, 6 May 2013

মতিঝিলের সহিংসতা ঃ মিরসরাইয়ের এক হেফাজত কর্মী নিহত

মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ ও সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় মিরসরাই উপজেলার হেফাজত ইসলামের এক কর্মী নিহত হয়েছে। নিহত হেফাজত কর্মীর নাম মাওলানা সিহাব উদ্দিন (৬০)। তার গ্রামের বাড়ি মিরসরাই উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ডোমখালীতে।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, তাকে গুলিবিদ্ধ অবস্থায় রাজধানীর আল বারাকা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৫মে) রাতে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আল বারাকা হাসপাতালের অপারেটর টুটুল। তিনি আরো জানান, বিকেল থেকে অনেককে আহত অবস্থায় আনার পর হাসপাতালে তারা মারা যান। কাউকে আনার পরেই মৃত ঘোষণা করা হয়। আর এদের সবাই গুলিবিদ্ধ। এদের মধ্যে গুলিবিদ্ধবস্থায় চট্টগ্রামের মাওলানা সিহাব উদ্দীন (৬০) নামের এক ব্যক্তিও মারা গেছেন।
সোমবার (৬মে) মাওলানা শিহাব উদ্দিনের গ্রামের বাড়ি মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী গ্রামের বগাচতর মাদ্রাসা প্রাঙ্গনে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম মিরসরাই উপজেলা শাখার সভাপতি মাওলানা শহীদ আজমী, যুগ্ন সম্পাদক মাওলানা জাফর উল্ল্যাহসহ সকল নেতাকর্মীবৃন্দ।