রাঙামাটি - ডেস্ক রিপোর্ট : নিজেদের মধ্যে সৌহার্দ্য আর সম্প্রীতি জোরদার হবে নতুন বছরে, পুরনো দিনের গ্লানি আর দুঃখ ভুলে নতুন বছর হবে আরো সাফল্যমণ্ডিত, এমনই চাওয়া আর আশা নিয়ে বাংলা নতুন বছরের প্রথম দিন অতিবাহিত করছে পাহাড়ি আদিবাসীরা। নতুন বছরে আর কোন সংঘাত তারা দেখতে চান না তারা। ধর্মীয় প্রার্থনা, র্যালি আর পারিবারিক-সামাজিক নানা আয়োজন ও আতিথেয়তার মধ্য দিয়ে বাংলা নতুন বছর-১৪২০ পালন করছে পাবর্ত্য এলাকার মানুষগুলো। ছোট বড় নানা ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে যেন একে অপরের আরও কাছাকাছি আসছে পাহাড়ের মানুষগুলো।
দিনটিকে সামনে রেখে রাঙামাটির ঐতিহ্যবাহী শালবন বিহারের মন্দিরে সকাল নয়টায় শুরু হয় প্রার্থনা। ভিক্ষুরা সকাল থেকে পালা করে ধর্মীয় গীতি পাঠ করতে থাকেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধা সব বয়সের মানুষ সেখানে অংশ নেন। উৎসব উপলক্ষ্যে বাইরে থেকে আদিবাসীরা পরিবার পরিজন নিয়ে আসতে থাকেন রাঙ্গামাটি শহরে। তরুণ তরুণীরাও আসেন প্রিয়জনকে সঙ্গে নিয়ে। আজ যেন কোন বাধা নেই। তাই বাধভাঙা উৎসবে মেতে ওঠেছেন চাকমা, মারমাসহ প্রায় সব সম্প্রদায়ের আদিবাসীরাই।
দিনটিকে সামনে রেখে পুরো বাঙামাটি শহর যেন নতুনের সাজে সেজে ওঠেছে। চারিদিকে উৎসবের আমেজ। নতুন পোশাক পরা নারীরা যেন উৎসবে আনন্দের মাত্রা আরও একটু বাড়িয়ে তুলেছেন। দূর দূরান্ত থেকে আদিবাসীরা শহরের এসেছেন উৎসবে সামিল হতে। সব মিলিয়ে যেন অন্য এক রূপ পেয়েছে রাঙামাটি।