Sunday, 9 June 2013

কোম্পানীগঞ্জে ইউনিএইড এর শাখা উদ্ভোধন

এ এইচ এম মান্নান মুন্না, নোয়াখালী (কোম্পানীগঞ্জ): বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সফলতা লাভ করতে আর নয় ঢাকা-চট্টগ্রাম এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে গতকাল শুক্রবার সকাল ১১ টায় বসুরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইউনিএইড বসুরহাট শাখার শুভ উদ্ভোধন ও ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বামনী কলেজে সহকারী অধ্যাপক এ, এস, এম কামাল উদ্দিন, চাপ্রাশীরহাট কলেজের বাংলা প্রভাষক আবদুল গফুর ইকবাল, জৈতুন নাহার কাদের মহিলা কলেজের ইংরেজী প্রভাষক ওমর ফারুক। নেতৃবৃন্দ বক্তব্যে বলেন অনেক মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা থাকার পরেও শুধুমাত্র সঠিক গাইড লাইনের অভাবে উচ্চ শিক্ষা গ্রহনের স্বপ্ন ভঙ্গ হয়। এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীগণ তাদের সঠিক গাইড লাইন পাবে বলে আমরা আশা করছি। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ওরিয়েন্টেশ ক্লাস পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও ইউনিএইড এর প্রধান কার্যালয়ের অন্যতম সেরা শিক্ষক ছদরুল আলম কনক। ক্লাস শেষে শিক্ষার্থীগণ তাদেরে অনুভূতি প্রকাশ করতে গিয়ে  বলে এই ওরিয়েন্টেশন ক্লাস তাদের শিক্ষা জীবনের অন্যতম একটি সেরা ক্লাস।