Sunday, 21 April 2013

সেনবাগে সংখ্যালঘুদের বাড়িতে দুবৃওদের আগুন

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের কাজীরখিল গ্রামে সংখ্যলঘ্যু (হিন্দু) পল্লী চিকিৎসক ডাক্তার তপনের বাড়িতে একটি রান্না ঘর পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত দুবৃত্তরা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ৮টা দিকে এর আগে কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটে বলে জানান পরিবারের লোকজনখবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছে তবে কি কারণে দৃবৃত্তরা রান্ন ঘরে আগুন দিয়েছে তা নিশ্চিত n‡Z পারেনী পুলিশ
এর আগে গত রোববার রাতে ওই বাড়ির দুইটি খড়ের গাদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে ছিলোপল্লী চিকিৎসক তপন চন্দ্র ভৌমিক ডাক্তার জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ তাদরে বাড়িতে বিকট শব্দে দুই তিনটি বিস্ফোরণ ঘটে (ধারনা হাত বোমা) শবদ শুনে বাড়ির মহিলার মহিলাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে c‡o এরপর দেখা যায় তাদের রান্না ঘরের চারিদিকেআগুন জ্বলছে সময় বাড়ির মহিলার চিৎকার শুরু করলে আশপাশ্বের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায় কিন্তু তার আগেই রান্না ঘরটি সম্পূর্ন ভস্মিভূত (পুড়ে) যায় তপন ভৌমিকের ধারনা আগুন দেখে মনে হয়েছে দুবৃত্তারা ঘরের চারিদিকে পেট্রোল ঢেলে দিয়ে আগুর লাগিয়ে দেয় ঘটনার এক দিন আগে রোববার গভীর রাতে তাদের বাড়ির সামনে দুইটি খড়ের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দেয় অজ্ঞাত দুবৃত্তরাএব্যাপারে যোগাযোগ করেল সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান আলী পিপিএম ঘটনার সত্যতা নিষ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ক্ষতিগ্রস্থ পরিবারকে থানায় অভিযোগ দেওয়ার জন্য বলv হয়েছে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে