সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালী সেনবাগে সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে যক্ষ্মা নিয়ন্ত্রক নাটাব’এর উদ্যেগে যক্ষ্মা প্রতিরোধে ফার্মাসিস্টদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ডাঃ আমিরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিএসএ ডাঃ হাছিনা বেগম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ গোলাম আজম।স্কায়ার হাসপাতালের এমডি ডাঃ গোলাম মাওলা চৌধুরী,মদিনা হাসপাতালের পরিচালক আনোয়ার হোসেন,ফার্মাসিস্ট ডাঃ দিলিপ,ডাঃ শাহাজাহান,ডাঃ বিমল সহ উক্ত মতবিনিময় সভায় ২৫জন ফার্মাসিস্ট অংশ গ্রহন করেন।