Monday, 8 April 2013

মনোহরগঞ্জে হেফাজতের হরতাল পালিত

এনএম মিলন, মনোহরগঞ্জ : কুমিল্লার মনোহরগঞ্জে হেফাজতে ইসলাম বাংলাদেশ সর্বাত্মক হরতাল পালন করেছে। হরতালে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের উপজেলার লুদুয়ায় রাস্তায় জায়নামাজ বিছিয়ে এবং লাঠি হাতে নিয়ে পিকেটিং করে হেফাজতের সমর্থকরা। এদিকে হরতাল সফল করার লক্ষ্যে বিপুলাসারে পিকেটাররা শান্তিপূর্ণভাবে মিছিল ও রাস্তায় জড়ো হয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন ডা. আব্দুর বর, হাফেজ নিজামুদ্দিন, এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন আশিকুর রহমান, কারী শরীফুল ইসলাম, হাফেজ ইসমাইল প্রমুখ। সমাবেশে বক্তরা বলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নাস্তিক ব্লগারদের মূলোৎপাটন করার আগ পর্যন্ত ঘরে ফিরবে না। এসরকার নাস্তিকদের সহযোগিতা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। এ সরকারকে না হটাতে পারলে ইসলামকে হেফাজত করা যাবে না।