Wednesday, 17 April 2013

সেনবাগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১০ জন গুরুতর আহত

সেনবাগ(নোয়াখালী) সংবাদদাতা : সেনবাগ সেবারহাট বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  ১০ জন গুরুতর আহত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সেবারহাট পশ্চিম বাজারে গত ১৬ই এপ্রিল বিকেল পাঁচ টায় রংঙের ঠিকাদারের সজ্ঞে রং মিস্তিরীর  সাথে কথাকাটা কাটি হয়।একর্পযায়ে মীমাংসা হওয়ার সময় কথাকাটা কাটি নিয়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে এসময় ৭ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন ধর্মপুরের নুরুল হক (৪৭), যুবলীগ নেতা আব্দুর রহমান (২৪), পিংকু (১৯), জহির (২০), আজাদ (১৯) ।
অপর পক্ষের আহত হয়,  চৌকিদার বাড়ির ছাত্রদল নেতা মাসুদ (২২) ও জাহাঙ্গীর (২১)। ছাত্রদল নেতা মাসুদকে প্রথমে স্থানীয় সেবারহাট মেডিকেল হাসপাতাল ও  পরে মাইজদী প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ছাত্রদল নেতা আহত হওয়ায় ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির  সাবেক সাধারন সম্পাদক জাফর উল্যা খানের নেতৃত্বে সন্ধ্যায় ৭টায় সেবারহাট বাজারে একটি বিক্ষোভ মিছিল করে বিএনপি। মিছিল থেকে বিএনপির নেতা কর্মীরা বাজারে কয়েকটি সিএনজি ভাংচুর করে ও  মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের দুই নেতা দোকানে বসে থাকা অবস্থায় তাদের  উপর  অর্তকিত ভাবে হামলা করে। হামলায় আহত হয় যুবলীগ নেতা রাজন (২১) ও শাহীন (২২)। গুরুতর ভাবে রাজন আহত হওয়ায় তাকে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে  সেনবাগ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। 
আহত যুবলীগ নেতা রাজনকে দেখার  জন্য  হাসপাতালে ছুটে যান সেনবাগ পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু জাফর টিপু, উপজেলা আওয়ামীলীগ নেতা গোলাম কবির, সেনবাগ উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম বাবু , ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হক, সাধারন সম্পাদক আবদুল হক, আওয়ামীলীগ নেতা শওকত আলী, ছাত্রলীগ নেতা আরিফুর রহমান, দিদারুল ইসলাম সহ অসংখ্য নেতা কর্মী। তারা এঘটনার তীব্র প্রতিবাদ জানায়। সেবারহাট বাজারে এখনো ও আতংক বিরাজ করছে । থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।