সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের একই রাতে কাজির খীল ও নুরানী পোল গ্রামের দুটি বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে ।
স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে কাজির খীল গ্রামের বেচু ভূঞা বাড়ির জাহাঙ্গীর আলম ও তার ভাইয়ের ঘরে এবং একই রাতে নুরানী পোল গ্রামের চৌধুরীর নতুন বাড়ীতে ঢুকে ডাকাত দল ডাকাতি চালায় । এ সময় সশস্ত্র ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে বেঁধে ফেলে দুই বাড়ি থেকে ১১ ভরি র্স্বণলংকার, নগদ ১,৯০,০০০ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় । এ সময় ডাকাতরা ২ জনকে কুপিয়ে গুরুতর আহত করে । আহতরা হলেন চৌধুরীর বড় ছেলে নুরের ছাপা (৩২) ও ছোট ছেলে হুমায়ুন কবির(২৯) । তাদেরকে নোয়াখালীর এশিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে । খবর পেয়ে গতকাল সকালে সেনবাগ থানার (ভারপাপ্ত) কর্মকতা ঘটনাস্থল পরির্দশন করেছে ।
স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে কাজির খীল গ্রামের বেচু ভূঞা বাড়ির জাহাঙ্গীর আলম ও তার ভাইয়ের ঘরে এবং একই রাতে নুরানী পোল গ্রামের চৌধুরীর নতুন বাড়ীতে ঢুকে ডাকাত দল ডাকাতি চালায় । এ সময় সশস্ত্র ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে বেঁধে ফেলে দুই বাড়ি থেকে ১১ ভরি র্স্বণলংকার, নগদ ১,৯০,০০০ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় । এ সময় ডাকাতরা ২ জনকে কুপিয়ে গুরুতর আহত করে । আহতরা হলেন চৌধুরীর বড় ছেলে নুরের ছাপা (৩২) ও ছোট ছেলে হুমায়ুন কবির(২৯) । তাদেরকে নোয়াখালীর এশিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে । খবর পেয়ে গতকাল সকালে সেনবাগ থানার (ভারপাপ্ত) কর্মকতা ঘটনাস্থল পরির্দশন করেছে ।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সেনবাগ থানার অফিসার ইনর্চাজ (ওসি) এমরান আলী পিপিএম ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে থানায় মামলা করার জন্য বলা হয়েছে । থানায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।