Saturday, 23 March 2013

নোয়াখালী মেইল শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি বিতরণ অনুষ্ঠান

এ.এইচ.এম. মান্নান মুন্না (কোম্পানীগঞ্জ) : জাতীয় পাক্ষিক নোয়াখালী মেইল শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার সকাল ১১টায় নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার প্রশাসন মিলনায়তনে ২০১১ও ১২ইং সালের মাধ্যমিক পর্যায়ের উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মানে সংবর্ধনা দেওয়া হয়।
নোয়াখালী মেইল প্রকাশ ও সম্পাদক মকছুদের রহমান মানিকের সভাপতিত্বে এসময়ে বক্তব্য রাখেন, ঢাকার বিশিষ্ট্য ব্যবসায়ী মাষ্টার ওজি উল্যাহ ট্রাষ্টের চেয়ারম্যান লায়ন শেখ মহি উদ্দিন, মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু নাছের, প্রভাষক মোঃ আলা উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন বি এস সি, সাংবাদিক আজাদ মালদার, দাগন ভূঁইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইয়াছিন সুমনসহ  প্রমুখ। সঞ্চালনায় ছিলেন, আবু নাছের। বৃত্তি বিতরণ অনুষ্ঠানে ৫০জন জিপিএ-৫প্রাপ্তদের মাঝে সনদ, ক্রেষ্ট, কুরআন শরীফ ও ডিকশনারীসহ নগদ ১হাজার টাকা করে প্রদান করেন।