Tuesday, 19 March 2013

সেনবাগে জামায়ত শিবিরের মিছিল থেকে সহিংসতা,৫ জন আহত

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালী সেনবাগ পেীর শহরে রোববার বিকালে হরতালের সমর্থনে বের করা জামায়ত শিবিরের মিছিলে অপ্রীতিকর ঘটনা ঘটে। এতে ৫ জন গুরুতর আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গুরুতর আহতের মধ্যে সেনবাগ পৌরসভার ৭নং ওর্য়াড় যুবদলের সেক্রেটারী তাজুল ইসলাম (২৫) উপজেলা যুবলীগ নেতা গোলাম ছারওয়ার (৩৮) সেনবাগ সরকারি হাসপাতালে  ও জামায়াতের কাদরা ইউনিয়ন কমিটির সেক্রেটারী দীন মোহাম্মদকে (২৮) ফেনীর একটি প্রইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত কর্মীদের প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদশীরা জানায়, হরতালের সমর্থনে বিকেলে ৫টার দিকে জামায়ত শিবিরের নেতাকর্মীরা একটি মিছিল বের করে । মিছিলটি বাজারের পূর্ব বাজার দিয়ে যাচ্ছিলেন এসময় পৌরসভার ৭নং ওর্য়াড় যুবদলের সেক্রেটারী তাজুল ইসলাম একটি পিকআপ গাড়ি ওই পথে যাওয়ার সময় তার গাড়িকে সাইড় দিতে বল্লে এনিয়ে তাজুর সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় পাশের দোকানে বসা যুবলীগ নেতা গোলাম ছরওয়ার ঘটনাটি থামানোর জন্য এগিয়ে যান। মহুর্তের মধ্যে শুরু হয় হমলা পাল্টা হামলা। সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার আফিসার ইনর্চাজ (ওসি) এমরান আলী বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।