Saturday, 13 April 2013

রাজবাড়ীর রাজপথে এক কিলোমিটার দীর্ঘ বৈশাখী আলপনা

রাজবাড়ী: চৈত্র সংক্রান্তি ও বাংলা নতুন বছর বৈশাখ উপলক্ষে রাজবাড়ী শহরে প্রায় এক কিলোমিটার পথ আলপনা করেছে ‘আমরা ক’জনা থিয়েটার’ ও ‘ঘরছাড়া’।    হরেক রকম রঙে রঙিন হয়েছে রাজবাড়ীর পিচঢালা রাজপথ।  রাজবাড়ি শহরের  রেলগেট  চত্বর থেকে শুরু করে বড়পুল পর্যন্ত এক কিলোমিটার রাস্তা আলপনার নিপুণ ছোঁয়ায় রঙিন করা হয়েছে। শহরের ১৫ জন থিয়েটার কর্মী ৫ দিন ধরে দিন রাত অক্লান্ত পরিশ্রম ও মেধার সমন্বয় ঘটিয়ে নানা বর্ণে, নানা রঙ এ  শহরের রাস্তায় বৈশাখ সংক্রান্ত বিচিত্র সব চিত্র ফুটিয়ে তুলেছে পিচঢালা রাজপথে। ফুটে উঠেছে রূপসী বাংলার চিরায়ত রূপ ।  ব্যতিক্রম এমন বিশাল আয়োজন রাজবাড়ীতে এটিই প্রথম বলে জানান আলপনার দলটির নেতৃত্ব দেন- মেজবাউল করিম রিন্টু।