Tuesday, 16 April 2013

ঝিনাইদহ সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকাসহ নিহত ৫

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া নামক স্থানে বাস-টেম্পো মুখোমুখি সংঘর্ষে সকালে স্কুল শিক্ষকসহ ৫ জন নিহত হয়েছেন। এছাড়া ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঝিনাইদহ-যশোর সড়কের বেজপাড়া এলাকায় কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোটেম্পুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাচঁ জনের মৃত্যু হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন বলেন, সকালে ঝিনাইদহ-যশোর সড়কের বেজপাড়া এলাকায় কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোটেম্পুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত ও ৯ যাত্রী আহত হন।