অমর দাস (লক্ষীপুর প্রতিনিধি) : লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ গ্রামে এক গৃহবধূ কে জোরপূর্বক ধর্ষণ ও তা ভিডিও চিত্র ধারণ করার ঘটনায় মামলা দায়ের করার পর পুলিশ এ ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ আবদুল কাদের (৪০) নামে এক জনকে আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করে। সদর থানা পুলিশ জানায়, সদর উপজেলার ভবাণীগঞ্চ গ্রামের এক প্রবাসী স্ত্রীর ঘরে গত ১৭ ফেব্রয়ারী রাত ২ টার দিকে ভবানীগঞ্জ গ্রামের মূত ছায়েদুল হকের পুত্র আবদুল কাদের ও মোসলেমের পুত্র মোঃ কবির (৩৫) অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূ কে ধর্ষণ ও তার ভিডিও চিত্র ধারণ করে।
পরে এ ঘটনা পুলিশ বা লোকজন কে জানালে ধর্ষণের চিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এ পর্যায়ে বিষয়টি আত্মীয় স্বজন কে জানালে তারা ভিকটিম কে মামলা করার পরামর্শ দিলে আজ বৃহস্পতিবার সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করার পর পুলিশ গিয়ে ভবানীগঞ্জ এলাকা থেকে আবদুল কাদের কে এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করে। লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার (সদর) আব্দুল বাছেদ খাঁন, ধর্ষণের ঘটনায় মামলা ও ১ জন গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।