মোঃ দুলাল মিয়া, নাঙ্গলকোট (কুমিল্লা): কুমিল্লার নাঙ্গলকোটে গত রবিবার এক ভাশুর এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে ছোট ভাইয়ের স্ত্রীকে। জানা গেছে, উপজেলার আদ্রা ইউপির কালাচৌ গ্রামের সৈয়দ আহাম্মদ মজুমদারের বড় ছেলে সিরাজ পূর্ব শত্রুতার জের ধরে তার ছোট ভাই মোশারফের স্ত্রী শেফালী বেগমকে দেশীয় অস্ত্রদিয়ে মাথায় কুপিয়ে আহত করেছে। শেফালীর আত্মচিৎকারে আশেপাশের লোকজন উদ্ধার করে তাকে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।