Sunday, 21 April 2013

সেনবাগে কমিটি বিহীন জাতীয় পার্টি

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : বহুদিন থেকে নোয়াখালীর সেনবাগ উপজেলা জাতীয় পার্টির হালধরার জন্য যোগ্য ও নতুন নেতৃত্ব খুজঁছেন দলের নেতা কর্মীরা। নোয়াখালীর অন্যান্য উপজেলার চেয়ে সেনবাগে জাতীয় পার্টির প্রচুর সমর্থন রয়েছে। এমন কোন গ্রাম নাই যেখানে জাতীয় পার্টির সমর্থক নাই।
গত উপজেলা নির্বাচনে অন্যান্য দলের প্রার্থী থাকা সত্বেও জাতীয় পার্টির প্রার্থী ২৫হাজার ভোট পেয়েছেন। কিন্তু ভালো নেতৃত্বের অভাবে সংঘটনটি মাথা তুলে দাঁড়াতে পারছে না। তবে যোগ্য লোক দিয়ে কমিটি করে দলকে ঢেলে সাজালে আগামী সংসদ নির্বাচনের চালচিত্র ঘুরে দাঁড়াতে পারে বলে সুধী জনেরা মনে করেন। হাসান মঞ্জুর জাতীয় পার্টিতে যোগ দেওয়ায় পার্টিতে গণজোয়ারের সৃষ্টি হলেও ,বর্তমানে নেতৃত্ব শুণ্য সেনবাগের জাতীয় পার্টি। উপজেলা কমিটির আসাংগঠনিক কার্যকলাপের কারনে গত ৯ জানুয়ারী ২০১৩ইং জেলা কমিটি এক চিঠির মাধ্যমে সেনবাগ উপজেলা কমিটি ও পৌর কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন। বিলুপ্ত ঘোষণা করার ৪মাস পার হয়ে গেলেও নতুন কমিটি না হওয়ায়, নেতা কর্মীদের মাঝে চরম হতাশা দেখা দিয়েছে।