কোম্পানীগঞ্জ (নোয়াখালী) থেকে- এএইচএম মান্নান মুন্না ঃ যে মন্ত্রী ও জনপ্রতিনিধি কাজ করবে তাদেরকে গনসম্বর্ধনা দেয়ার প্রয়োজন হয়না। তিনি কাজ করবেন এ প্রতিশ্রুতি দিয়েই জনগন থেকে মেন্ডেট নিয়েছেন, আমাকে তোরণ, ফুল ও রোদ-বৃষ্টির মাঝে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদেরকে রাস্তায় লাইনে দাঁড়িয়ে করতালি ও সম্বর্ধনা দিয়ে আমাকে খুশি করার প্রয়োজন নেই। এ সংস্কৃতি আমাদেরকে পরিহার করতে হবে। এখন আমার দায়িত্ব কাজ দিয়ে আপনাদের খুশি করা। আমি আপনাদের দোয়ায় বর্তমান সরকারের শীর্ষ স্থানীয় মন্ত্রীদের মধ্যে একজন স্থান করে নিয়েছি।
এ কৃতিত্ব আমার একার নয় আপনারা যারা আমাকে নির্বাচিত করেছেন তাদের সবার। আমি কাজে বিশ্বাসী অনেকে বলে থাকেন কাজ করলে কালÍ হয়ে পড়েন, কিন্তু আমি কাজ করলে না করলে অসুস্থ্য হয়ে পড়ি। আমি মন্ত্রী হওয়ার পর শুক্র-শনিবারও বসে থাকিনা, প্রতিদিন জনগনের সেবায় কাজ করে যাওয়ায় টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সকল দল-মত নির্বিশেষে সকল বয়সের মানুষের কাছে গ্রহনযোগ্যতা পেয়েছি। গতকাল রবিবার দুপুর ১২টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের দক্ষিনাঞ্চলের উচ্চশিক্ষার একমাত্র বিদ্যাপিট বামনী ডিগ্রি কলেজের ডিগ্রি কোর্স উদ্ধোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ যোগাযোগ মন্ত্রী উপরোক্ত কথাগুলো বলেন। এ সময়ে বামনী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি নুর আহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে ও বামনী ডিগ্রি কলেজের প্রভাষক ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিন, নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ শিহাব উদ্দিন, রামপুর ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুল মতিন লাতু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাংগঠনিক সম্পাদক জহির আহমেদ প্রমুখ। মন্ত্রী ছাত্র-ছাত্রীদের উদ্যেশ্যে বলেন, অন্ধকার দিয়ে অন্ধকার ঢাকা যায়না, আলো দিয়ে অন্ধকার ঢাকতে হয়। তোমরা হতাশ হবেনা, তোমাদের কে পড়ালেখা চালিয়ে যেতে হবে, মেধার বিকাশ ঘটাতে হবে, তোমাদের প্রতি দেশ আজ তাকিয়ে আছে, দেশ মেধাশূন্য হলে রাজনীতির নেত্বত্ত্বও মেধাশূণ্য হবে। মেঘ ছাড়া আকাশ কিসের, গর্জন ছাড়া সমুদ্র কিসের, ঢেউ ছাড়া নদী কিসের, দুর্যোগ ছাড়া প্রকৃতি কিসের আর চ্যলেঞ্জ ছাড়া জীবন কিসের। তোমাদের কে চ্যলেঞ্জ ও লড়াই করে এগিয়ে যেতে হবে।মন্ত্রী এর পূর্বে উপজেলার চরফকিরা ইউনিয়নে সকাল ১১টায় কারিগরি কলেজের ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।