সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : গত কয়েকদিন থেকে সেনবাগ উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকজন শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার পর অনেক খোজা খুজির পর না পেয়ে মাইকিং করার পরও খোঁজে পাওয়া যাচ্ছেনা এসব নিখোঁজ শিশুদের।
জানা যায়,গত ৬মে শুভপুর থেকে নিখোঁজ হয়ে যায় আনোয়ার হোসেন নামের এক শিশু। এর আগে গত ২০এপ্রিল নিখোঁজ হয় অষ্টদ্রোন হাজী বাড়ির রিয়াদ হোসেন। গত ১৫ এপ্রিল নিখোঁজ হয় নজরপুর টুংকু আবদুর রহমান মেমোরিয়াল একাডেমীর ৭ম শ্রেণীর ছাত্র আবদুল মান্নান সালমান। এর ৪দিন পর নিখোঁজ হয় নূলূয়া গ্রামের মামুন। হঠাৎ করে এসব শিশু নিখোঁজ হওয়ায় অভিভাবকদের মাঝে আতংক বিরাজ করেছে।