সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাটে সুমন এন্টার প্রাইজের মালিক হাজী শাহ আলম (৬০) তার নিজ দোকানের ভিতরে ১০ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্ঠা কালে জনতা হাতে নাতে ধরে ফেলে।
ঘটনার বিবরণীতে জানা যায়, গত বুধবার সকালে ৬০ বছর বয়সী হাজী শাহ আলম স্থানীয় ১০ম শ্রেনীর এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে টাকা পয়সার লোভ দেখিয়ে ফুসলিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে ডেকে এনে অনৈতিক কাজে লিপ্ত হয় এবং ধর্ষণের চেষ্টা করে। এসময় স্থানীয় জনতা তার দোকান ঘেরাও তাকে হাতে নাতে ধরে ফেলে। পরবর্তিতে পরিস্থিতি বেসামাল দেখে সে ভিতর থেকে দোকানের শাটার লক করে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। সেবারহাট বাজারের লোকজন বলছে, স্থানীয় কিছু বখাটেকে টাকা পয়সা দিয়ে ঘটনা দামাচাপা দেয়ার চেষ্টা করছে শাহ আলম। অপরদিকে ধর্ষক প্রভাবশালী ব্যবসায়ী হওয়ায় মেয়ের পরিবার কোন প্রকার আইনগত ব্যবস্থা নিতে পারছে না। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন যাবৎ শাহ আলম তার নিজ দোকানে রেষ্ট হাউজের নামে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। এ নিয়ে এলাকাবাসী শাহআলমের বিচার দাবী করছেন।