সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : ১৫ এপ্রিল সোমবার মধ্য রাতে নোয়াখালী সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের কাজিরখিল গ্রামে কালা কাজী ওরফে মুনাফ মিয়ার নতুন বাড়িতে এক দূধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল সোমবার রাত ২টা ৩০ মিনিটের সময় ১২-১৪ জনের এক দল মুখোশধারী ডাকাত কাজিরখিল গ্রামে কালা কাজী ওরফে মুনাফ মিয়ার নতুন বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে আলমারী ও সোকেস ভেঙ্গে ৭ভরি স্বর্ণলাংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের হামলায় মুনাফ মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসন ও সাইফুল ইসলাম গুরুত্বর আহত হয়।