ডেস্ক রিপোর্ট: বগুড়া
শহরের বারোপুর এলাকায় আজ মঙ্গলবার ভোরে হরতাল-সমর্থক পিকেটারদের হামলায়
খোকন মিয়া নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। বগুড়া-রংপুর মহাসড়কে এ ঘটনা
ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় আটজন নেতাকে কারাগারে পাঠানোর
প্রতিবাদে ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে
দলটি কেন্দ্রীয়ভাবে ৩৬ ঘণ্টার হরতাল ডাকে। তবে স্থানীয় বিএনপির নেতারা
জেলায় ৪৮ ঘণ্টার হরতাল ডাকেন। গতকাল সন্ধ্যা থেকে তা শুরু হয়। হরতালে
ট্রাক নিয়ে বের হন খোকন। আজ ভোর পাঁচটার দিকে শহরের বারোপুর এলাকায়
বগুড়া-রংপুর মহাসড়কে পিকেটাররা তাঁর ওপর হামলা চালিয়ে ইটপাটকেল ছুড়তে
থাকে। এতে তাঁর মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম পিকেটারদের হামলায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।সদর থানার ওসি জানান, রাত দুইটার দিকে বগুড়া-সান্তাহার সড়কের এরুলিয়া এলাকায় হরতাল-সমর্থকেরা একমি কোম্পানির একটি পিকআপ ভ্যানে হামলা চালান। চালক মোরশেদ খানকে তাঁরা বেদম মারধর করে আহত করেন। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া-বাইবাস সড়কে পুরান বগুড়া তিন মাথায় আলুবোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেন হরতাল-সমর্থকেরা।
পিকেটিংয়ের অভিযোগে শহরের মাটিডালী মোড় থেকে পুলিশ আজ ছয়জনকে আটক করেছে।