মো. ফরহাদ মজুমদার, (কুমিল্লা): কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ভোগই দক্ষিণ জহির উদ্দিন বেপারি বাড়ীর লাতু মিয়ার প্রথম ছেলে আব্দুল মান্নান (২৫) গত ১৯ মার্চ ওমান আল ব্রেমী হসপিটালে রোগাক্রান্ত হয়ে স্বাভাবিক মৃত্যুবরণ করেন। মৃত্যুর ২০ দিন পার হলেও দেশে আব্দুল মান্নানের লাশ আসেনি। আব্দুল মান্নানের মৃত্যুতে শোকে আছন্ন স্বজনরা অশ্রুসজল নয়নে চেয়ে আছে কবে দেশে আসবে লাশ? আর শেষবারের মত আব্দুল মান্নানের বিদায়ী মুখখানি দেখবে এ আহাজারি এখন স্বজনদের। কিন্তু যখন জানতে পারে আব্দুল মান্নানের লাশ দেশে আসবে না, তখন শোকে পাগল মাতা-পিতার আহাজারি যেন থামবার নয়। আব্দুল মান্নান ১ মেয়ে, স্ত্রী, মাতা-পিতা ও অভাব-অনাটনের সংসারে ছোট ভাই-বোন রেখে মারা যান। মৃত্যুর পূর্বে সে ওমানে “আহমেদ বিন খামতিন বিন সায়িদীন আসায়ি শরীকা তিজারাত” কোম্পানীতে চাকুরী করত। কোম্পানীতে তার পরিচয় নম্বর ছিল ৮৯০৫১৪৪৭। কোম্পানীর অনিচ্ছায় আব্দুল মান্নানে লাশ দেশে আসছে না বলে জানা যায়।