Monday, 29 April 2013

কক্সবাজারে বিল্ডিং কোড না মেনে অপরিকল্পিতভাবে গড়ে উঠছে বহুতল ভবন

হারুনর রশিদ (কক্সবাজার) : পর্যটন নগরী কক্সবাজারে বিল্ডিং কোড না মেনে অপরিকল্পিতভাবে গড়ে উঠছে বহুতল ভবন। বিল্ডিং কোড মূলত ইমারত নির্মাণে প্রকৌশলগত বিষয়। কোন বিল্ডিংকে ঝুঁকি সহনীয় করে গড়ে তুলতে এই কোড মেনে চলতে হয়। বাংলাদেশে নির্মাণ শিল্পে কোন জবাবদিহিতা নেই, যদিও দেশে ইমারত শিল্পের বিধিমালা ১৯৯৩ সালে তৈরী হয়েছিল, যা মাঠ পর্যায়ে প্রয়োগের জন্য ২০০৬ সালে আইনগত ভিত্তি পায়। কিন্তু বিল্ডিং কোড প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে আজও কোন প্রশাসনিক কাঠামো গড়ে তুলা হয়নি।

কক্সবাজার পর্যটন নগরী হওয়ায় বাড়ছে জনবসতির চাপ। পর্যটনকে আকর্ষনীয় করতে শহরে নির্মিত হচ্ছে বহুতল ভবন। দ্রুত প্রসারিত হচ্ছে আবাসন শিল্প। আবেদন জমা দিয়েই সম্পন্ন করা হচ্ছে ভবনের নির্মাণ কাজ। শহরে ইমারত নির্মাণে বিল্ডিং কোডের প্রয়োগ সীমিত। কিন্তু কোডের বিধান গুলো অনুসরণ না করার ফলে ভবনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছেনা। বিল্ডিং কোড যথাযত অনুসরণ না করায় ২০০৪ সালে শাখাঁরী বাজার, ২০০৫ সালে স্পেকট্রাম ভবন, ২০০৬ সালে ফিনিক্স ভবন, সর্বশেষ কয়েকদিন পুর্বে সাভারের রানা প্লাজা ভবন ধসে ঘটে মহা মানবিক বিপর্যয়। বিল্ডিং কোড প্রয়োগের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্প আয়োজিত একটি কর্মশালার সুপারিশ থেকে জানা যায়, বিল্ডিং কোড বাস্তবায়নে দেশব্যাপি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন ও বিল্ডিং কোড প্রয়োগ তদারকীর জন্য একটি নীতিনির্ধারনী কতৃপক্ষ প্রতিষ্টার ব্যাপারে ঐক্যমত্য প্রকাশ করা হয়। সেই মোতাবেক কক্সবাজার উন্নয়ন  কতৃপক্ষ বিল্ডিং কোড প্রয়োগ ও ভবন নির্মাণ সংক্রান্ত  যেসব নীতিমালা অনুসরণ করে নীতিমালা, কর্মপরিকল্পনা ও বিধিবিধান বাস্তবায়নে দায়িত্ব নেবেন। বিল্ডিং কোড বাস্তবায়নে  অনুমোদিত বিশেষ প্রতিষ্টানের সম্পৃক্ততা সনদ প্রদান, ঝুঁকি মোকাবিলায় পরিকল্পিত নগরায়ন, কারিগরী দক্ষতা বৃদ্ধি, কোড প্রয়োগে গণসচেতনতা বৃদ্ধি, নির্মাণ সামগ্রীর গুণগতমান নিশ্চিত করা ও বিল্ডিং কোড আইনে পরিণত করা এবং কোড অমান্যকারীদের শাস্তি নিশ্চিত করার দায়িত্ব কতৃপক্ষের।

অনুসন্ধানে জানা যায়, শহরে বহুতল ভবন নির্মাণে কতৃপক্ষের বিল্ডিং কোড অনুযায়ী  কোন নিয়ম মানা হয়না। যে যার ইচ্ছামত ভবন নির্মাণ করে আসছে কিছু লোক। বিভিন্ন  ব্যক্তি ও প্রতিষ্টান সয়েল টেষ্ট রিপোর্ট, পরিবেশ ছাড় পত্র, ভবনের ভিত্তি ও কাঠামোগত ডিজাইন পরীক্ষা না করে সরকারী বিভিন্ন প্রতিষ্টানের অনুমোদন না নিয়ে অনেকটা গায়ের জোরে শহরে নির্মিত হচ্ছে বহুতল ভবন। নির্মাণাধিন এমন একটি ১৫ তলা  ভবনের সন্ধান পাওয়া গেছে  শহরের কৃষি অফিস সড়কের আপন টাওয়ারের পাশে এআরসি টাওয়ার। যে ভবনের মালিক আব্দু রহিম চৌধুরী। ৫ গন্ডা জমির উপর নির্মিত হচ্ছে এ ভবন। ইতিমধ্যে এভবনের নির্মান কাজ  ১৩ তলা পর্যন্ত সম্পন্ন হয়েছে। ভবনের মালিক আব্দু রহিম চৌধুরী জানায়, ভবন নির্মাণে যেসব নিয়ম কানুন রয়েছে তা তিনি সব মেনেই এ ভবন নির্মান করেছেন। তৎমধ্যে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের প্লান পাস কপির ফরোয়াডিং কপি, পৌরসভার অনুমোদন, ফায়ার সার্ভিস ছাড়পত্র, এসটিপি নকশা ও কার্যকারিতা প্রতিবেদন, বর্জ্য ব্যবস্থাপনা বিবরণ, লোকেশন ম্যাপ, ইসিএ এলাকা সংক্রান্ত জেলা প্রশাসনের অনাপত্তি, পুলিশ বিভাগের অনাপত্তি, পরিবেশগত ছাড় পত্র, সিভিল এভিয়েশন ছাড়পত্রসহ ইত্যাদি ডকুমেন্টস থাকার দাবী করলেও তিনি কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। ঠিক তেমনিভাবে শহরজুড়ে অপরিকল্পিতভাবে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে এসব্ বহুতল ভবন। নন্যুতম বিচার বিবেচনা না করে নীতিমালা পাশ কাটিয়ে নির্মাণ করা হচ্ছে এসব ভবন। কতৃপক্ষ এব্যাপারে রয়েছে সম্পুন্ন উদাসীন।  কতৃপক্ষের এসব ব্যর্থতার ভার এসে পড়ছে উদ্যেক্তোদের ঘাড়ে। একটি সূত্র জানায়, সরওয়ার কামাল ভারপ্রাপ্ত মেয়র থাকাকালীন সময়ে মোটা অংকের টাকার বিনিময়ে বেকডেট দিয়ে এসব বহুতল ভবনের অনুমোদন দেয় বলে জানা যায়। কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান, কক্সবাজারে নির্মিত সিংহভাগ বহুতল ভবনের কোন ধরনের পরিবেশ ছাড় পত্র নেই। এআরসি ভবন তো দুরের কথা সী গাল হোটেলেরও কোন পরিবেশ ছাড়পত্র নেই । উদ্যেক্তারা পরিবেশ কতৃপক্ষকে সমস্যা হিসেবে দেখে থাকে।  একটি আবাসিক বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে ভবনের চার পাশে খোলা মেলা জায়গা থাকতে হবে। সড়ক হতে হবে ৩০ ফুট প্রস্তের, বর্জ্য অপসারণে থাকতে হবে স্যুয়ারেজ সিষ্টেম। এছাড়াও গাড়ী রাখার যথেষ্ট পার্কিং ব্যবস্থা থাকতে হবে।  শহরের পৌর কনসেপটা খুবই সেকেলে, তাই শহরে গড়ে উঠা প্রায় সব ভবনই ঝুঁকিমুক্ত নয়। শহরে কেউ বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণে আগ্রহী নয়। একটি বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র নিতে হয়। এই ছাড়পত্র নিলেই প্রাথমিকভাবে ভবন নির্মানের অনুমোদন দেওয়া হয়। উদ্যেক্তারা বিল্ডিং কোড মেনে  অবস্থানগত ছাড়পত্র নিয়ে ভবন তৈরী করলে ত্রুটিগুলো থাকতোনা। পর্যাপ্ত লোকবলের অভাবে এসব ভবনের সব অনিয়ম দেখা সম্ভব হয়না বলে জানান তিনি। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ সহকারী পরিচালক মোঃ কামাল উদ্দীন ভুঁইয়া জানান, ভবন ধসে পড়া থেকে উদ্ধার কাজে যেসব যন্ত্রপাতি ও উদ্ধার সরঞ্জাম প্রয়োজন তা বাংলাদেশে পর্যাপ্ত নেই। সাভারে ধসে পড়া ভবন সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধার কর্মীদের। ভবন ধসে পড়ার কাজে আধুনিক কিছু যন্ত্রপাতি থাকলেও তাদের কাছে নেই রেমজ্যাক, পাইপ কুইজার, হাইড্রোলিক মই,  বেকার ভ্যান, চেইন করাত, রেসি প্রোকেটিং করাত, জাম্পিং এয়ার প্যাক ও স্বেচ্ছাসেবকদের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামসহ ইত্যাদি। তবে অগ্নি নির্বাপনের ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি রয়েছে।  এআরসি ভবন নির্মাণে কোন ফায়ার সার্ভিসের অনুমোদন নেই বলে জানান তিনি।

ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে শহরের বিল্ডিং প্লানার্সের পরিচালক ইঞ্জিরিয়ার এম বদিউল আলম জানান, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী  ১ সিমেন্ট, দেড় বালি, ৩ কংকর রেসিও মেনে চললে ঢালাই শক্ত হয়।পানি, বালি, সিমেন্ট, কংকর ও রড   অনুমোদিত প্রতিষ্টান তথা পলিটেকনিক ইনষ্টিটিউটের ল্যবরেটরীতে পরীক্ষা  করে সেটব্যাক রুল মেনে চলতে হবে। আবাসিক ও বাণিজ্যিক বহুতল ভবনের নির্মাণের ক্ষেত্রে কৌশলগত বিধিবিধান মেনে কাজ করতে হবে। ৩০ ফুট রাস্তা রেখে ভবন নির্মাণ করতে হবে। ভবন ধসে পড়ার ৩টি কারণ রয়েছে, তৎমধ্যে যথাযথভাবে ডিজাইন না হলে বা ত্রুটি থাকলে, নির্মাণ সামগ্রীর গুণগত মান না থাকলে, কাজের গুণগত মান যথাযথ না হল্।ে এসবের যে কোন একটির কারণে ভবন ধসে পড়তে পারে বলে জানান তিনি। কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী শেখ আবুল কালাম জানায়, পুর্বে যেসব ভবনের অনুমোদন দেওয়া হয়েছে , সে বিষয়ে তিনি অবগত নন। তবে বর্তমানে ভবন নির্মাণ অনুমোদনের দায়িত্ব কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের বলে জানা তিনি। জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন জানায়, ঝুঁকিপূর্ণ ভবন আছে কিনা তা খতিয়ে দেখার জন্য কক্সবাজার উন্নয়ন কতৃপ্ক্ষ ইতিমধ্যে কাজ শুরু করেছে। যাচাই বাছাই শেষে ত্রুটিযুক্ত ভবন পাওয়া গেলে সেসব ভবন মালিকদের বিরোদ্ধে  আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Sunday, 28 April 2013

মহাসড়ক সংষ্কারে বিলম্বিত করলে ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : যোগাযোগ মন্ত্রী

ময়মনসিংহ : ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ পরিদর্শনে এসে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে আগামী ১৫ দিনের মধ্যে কাজের অগ্রগতি ও বিদ্যমান মহাসড়ক মেরামতের কাজ সচল রাখার নির্দেশ দিয়েছেন।

সিরাজগঞ্জে সাভারের লাশবাহী এম্বুলেন্স দুর্ঘটনা কবলিত : নিহত ৩

সিরাজগঞ্জ : সাভারের ভবন ধসে নিহত শ্রমিকের লাশ বহনকারী এম্বুলেন্স দুর্ঘটনা কবলিত হয়ে তিনজন নিহত হয়েছেন। আজ রবিবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চালকের সহকারী নুরুল ইসলাম (২৭) এবং দুই পথচারী লোকমান হোসেন (২৪) ও তাইজল হোসেন (৫০)।

Saturday, 27 April 2013

সেনবাগে দায়িত্বে অবহেলার অভিযোগে এক এএসআই ও কনষ্টবল ক্লোজ, তদন্ত কমিটি গঠন

সেনবাগ ( নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালীর সেনবাগ উপজলোর বীজবাগ ইউনিয়নের খলিল মিয়ারহাট বাজার সংলগ্ন মুক্তা ব্রিকফিল্ডের সামনে গত বুধবার রাতে পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাপসহ আসামি সিরাজ প্রকাশ বোমা পাটোয়ারী (৩৩) ও পুলিশের একটি র্শটগান ছিনতাইয়ের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে এএসআই হাবিবুর রহমান ও কনষ্ট্রবেল খোরশেদ আলমকে ক্লোজ করা হয়েছে৤ বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে৤ বিষয়টি সেনবাগ থানার অফিসার ইনর্চাজ (ওসি) এমরান আলী পিপিএম সাংবাদিকদের নিশ্চিত করেন।

মিরসরাইয়ে গণিতে সৃজনশীল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : গণিতে সৃজনশীল পদ্ধতি প্রত্যাহারের দাবিতে মিরসরাইয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলও মানববন্ধন করেছে। শনিবার (২৭এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Friday, 26 April 2013

সেনবাগে পুলিশের অস্ত্র ছিনতাই,আসামী গ্রেফতার

সেনবাগ(নোয়াখালী)সংবাদদাতা : গত ২৪ এপ্রিল রাতে নোয়াখালী সেনবাগে আসামী ধরতে গেলে পুলিশকে মারধর করে পুলিশের অস্ত্র ছিনতাই ও আসমীকে চিনিয়ে  নিয়ে যায় সন্ত্রাসীরা। উপজেলার বীজবাগ ইউনিয়নের খলিল মিয়ার হাটে এঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণীতে জানা যায়, উপজেলার বীজবাগ ইউনিয়নের বোমা পাটোয়ারী স্থানীয় খলিল মিয়ার হাটে বাহাদুর হোটেলে নাস্তা খেয়ে বিল নাদিয়ে চলে যেতে চাইলে হোটেলের ম্যানেজার বিল চাইলে সে ম্যানেজারকে অস্ত্র ঠেকিয়ে উল্টো তার কাছে চাঁদা চায়।

Sunday, 21 April 2013

হেফাজত বিএনপি-জামায়াতের দালালী করছে : সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

বরিশাল : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম হেফাজতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা আমাদেরকে আওয়ামীলীগের দালাল বলার চেষ্টা করছেন, অথচ আমরা দেখছি আপনারা মাঠে নেমে বিএনপি-জামায়াতের দালালি করছেন। আপনাদের মিথ্যাচার ও গভীর ষড়যন্ত্র জনগন বুঝে গেছে।

সেনবাগে কমিটি বিহীন জাতীয় পার্টি

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : বহুদিন থেকে নোয়াখালীর সেনবাগ উপজেলা জাতীয় পার্টির হালধরার জন্য যোগ্য ও নতুন নেতৃত্ব খুজঁছেন দলের নেতা কর্মীরা। নোয়াখালীর অন্যান্য উপজেলার চেয়ে সেনবাগে জাতীয় পার্টির প্রচুর সমর্থন রয়েছে। এমন কোন গ্রাম নাই যেখানে জাতীয় পার্টির সমর্থক নাই।

সেনবাগে সংখ্যালঘুদের বাড়িতে দুবৃওদের আগুন

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের কাজীরখিল গ্রামে সংখ্যলঘ্যু (হিন্দু) পল্লী চিকিৎসক ডাক্তার তপনের বাড়িতে একটি রান্না ঘর পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত দুবৃত্তরা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ৮টা দিকে এর আগে কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটে বলে জানান পরিবারের লোকজনখবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছে তবে কি কারণে দৃবৃত্তরা রান্ন ঘরে আগুন দিয়েছে তা নিশ্চিত n‡Z পারেনী পুলিশ

Friday, 19 April 2013

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী: কালবৈশাখী ঝড়ের কারণে নদী উত্তাল হয়ে ওঠায় রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানবাহন বোঝাই করে পাটুরিয়ায় পাঁচটি এবং দৌলতদিয়ায় তিনটি ফেরি নোঙর করে আছে।

Thursday, 18 April 2013

ফেনীতে বাস উল্টে নিহত ২, আহত ৪০

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের খাইয়ারা এলাকায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ২ জন নিহত, কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় এই দুর্ঘটনা ঘটে।
বোগদাদীয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ফিরোজ জানান, নিহত দুইজনের পরিচয় জানা যায়নি। আহতদের ২২ জনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে।

লাঙ্গলবন্দ স্নান শেষ হবে রাত ৩টা ৪৭মিনিট

লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ (নারায়ণগঞ্জ) থেকে: পবিত্র নদ ব্রহ্মপুত্রে স্নান করে পাপ থেকে মুক্তি লাভের আশায় বুধবার রাত থেকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে অষ্টমীস্নান করতে আসেন কয়েক লাখ হিন্দু ধর্মাবলম্বী। বুধবার দিনগত রাতে শুরু হচ্ছে মহাঅস্টমী স্নানোৎসব। রাত ২টা ৭মিনিট ২ সেকেন্ড থেকে তিথি শুরু হয়ে শেষ হবে বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৭মিনিট ২৭ সেকেন্ডে। চৈত্র মাসের অষ্টম তিথিতে অনুষ্ঠিত হওয়া এ ধর্মীয় আয়োজনে বাংলাদেশসহ এসেছে বিশ্বের বিভিন্ন দেশের হিন্দু ধর্মাবলম্বীরা। উপচে পড়া মানুষের ভিড় ঠেলে স্নানঘাটে এসে পূণ্যপ্রত্যাশীরা সুষ্ঠুভাবে স্নান সমাপ্ত করতে পারলেও তারা চান এ দুর্ভোগের একটি স্থায়ী সমাধান।

যুদ্ধাপরাধীদের রক্ষার অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ান : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

খুলনা : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু যুদ্ধাপরাধীদের রক্ষার অপতৎপরতা বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে রুখে দাঁড়ানোর জন্য ১৪ দলের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন। খবর বাসস।
তিনি বলেন, চিরদিনই অপশক্তির পরাজয় হয়েছে এবং এবারো তারা পরাজিত হবে। মুক্তিযুদ্ধের শক্তির জয় আবারো এ বাংলায় হবে।

Wednesday, 17 April 2013

বঙ্গোপসাগরে সাত ট্রলারসহ ৫০ মাঝি-মাল্লা নিখোঁজ

কক্সবাজার: বঙ্গোপসাগরে কালবৈশাখীর ঝড়ো হওয়ার কবলে পড়ে কক্সবাজারের সাতটি ট্রলারসহ ৫০ জন মাঝি-মাল্লা নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার বিকেলে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে মাছ ধরার সাতটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। বুধবার বিকেল পর্যন্ত ওই ট্রলারগুলো উদ্ধার করা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ সংবাদ মাধ্যমকে জানান, মঙ্গলবার কালবৈশাখী ঝড়ো হাওয়ার কবলে পড়ে মাঝি-মাল্লাসহ ৭টি ফিশিং ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

সেনবাগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১০ জন গুরুতর আহত

সেনবাগ(নোয়াখালী) সংবাদদাতা : সেনবাগ সেবারহাট বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  ১০ জন গুরুতর আহত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সেবারহাট পশ্চিম বাজারে গত ১৬ই এপ্রিল বিকেল পাঁচ টায় রংঙের ঠিকাদারের সজ্ঞে রং মিস্তিরীর  সাথে কথাকাটা কাটি হয়।একর্পযায়ে মীমাংসা হওয়ার সময় কথাকাটা কাটি নিয়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে এসময় ৭ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন ধর্মপুরের নুরুল হক (৪৭), যুবলীগ নেতা আব্দুর রহমান (২৪), পিংকু (১৯), জহির (২০), আজাদ (১৯) ।

Tuesday, 16 April 2013

ঝিনাইদহ সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকাসহ নিহত ৫

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া নামক স্থানে বাস-টেম্পো মুখোমুখি সংঘর্ষে সকালে স্কুল শিক্ষকসহ ৫ জন নিহত হয়েছেন। এছাড়া ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঝিনাইদহ-যশোর সড়কের বেজপাড়া এলাকায় কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোটেম্পুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাচঁ জনের মৃত্যু হয়।

Monday, 15 April 2013

সেনবাগে দূধর্ষ ডাকাতি

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : ১৫ এপ্রিল সোমবার মধ্য রাতে নোয়াখালী সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের কাজিরখিল গ্রামে কালা কাজী ওরফে মুনাফ মিয়ার নতুন বাড়িতে এক দূধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল সোমবার রাত ২টা ৩০ মিনিটের সময় ১২-১৪ জনের এক দল মুখোশধারী  ডাকাত কাজিরখিল গ্রামে কালা কাজী ওরফে মুনাফ মিয়ার নতুন বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে আলমারী ও সোকেস ভেঙ্গে ৭ভরি স্বর্ণলাংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের হামলায় মুনাফ মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসন ও সাইফুল ইসলাম গুরুত্বর আহত হয়।

সেনবাগে শিবিরের হামলায় ২ সাংবাদিক ও যুবলীগ কর্মী আহত

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালী সেনবাগ উপজেলায় শিবিরের হামলায় সাপ্তাহিক অধিকার পত্রিকার সম্পাদক গোলাম মোর্তূজা, বার্তা সম্পাদক আবদুল জলিল ও যুবলীগ নেতা আরফিন গুরুত্বর আহত হয়েছে।

Sunday, 14 April 2013

আদিবাসীদের চাওয়া : সংঘাত নয়, শুভ হোক নতুন বছর

রাঙামাটি - ডেস্ক রিপোর্ট :  নিজেদের মধ্যে সৌহার্দ্য আর সম্প্রীতি জোরদার হবে নতুন বছরে, পুরনো দিনের গ্লানি আর দুঃখ ভুলে নতুন বছর হবে আরো সাফল্যমণ্ডিত, এমনই চাওয়া আর আশা নিয়ে বাংলা নতুন বছরের প্রথম দিন অতিবাহিত করছে পাহাড়ি আদিবাসীরা। নতুন বছরে আর কোন সংঘাত তারা দেখতে চান না তারা। ধর্মীয় প্রার্থনা, র‌্যালি আর পারিবারিক-সামাজিক নানা আয়োজন ও আতিথেয়তার মধ্য দিয়ে বাংলা নতুন বছর-১৪২০ পালন করছে পাবর্ত্য এলাকার মানুষগুলো। ছোট বড় নানা ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে যেন একে অপরের আরও কাছাকাছি আসছে পাহাড়ের মানুষগুলো।

মৌলবাদ রোখার প্রত্যয়ে রাজশাহীর মঙ্গল শোভাযাত্রা

রাজশাহী: পুরনো বছরের জীর্ণতাকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করতে বর্ণাঢ্য আয়োজনে নেচে-গেয়ে প্রাণের উচ্ছ্বাসে হাসি-আনন্দে নতুন বছরের মঙ্গলযাত্রায় শামিল হন রাজশাহীর বিভিন্ন স্তরের নারী, পুরুষ ও শিশু। সবার মধ্যেই ছিল সাম্প্রদায়িকতা, মৌলবাদকে রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয়। বছরের প্রথম দিনে সবাই আরও একবার প্রকাশ করে তাদের আবহমান চেতনার কথা। এছাড়া শেকড়ের সন্ধানে নববর্ষকে বরণ করতে রাজশাহী মহানগরী জুড়ে চলছে উৎসবের আমেজ। বৈশাখের খরতাপ উপেক্ষা করে বর্ষবরণে মেতেছে সবাই।

Saturday, 13 April 2013

রাজবাড়ীর রাজপথে এক কিলোমিটার দীর্ঘ বৈশাখী আলপনা

রাজবাড়ী: চৈত্র সংক্রান্তি ও বাংলা নতুন বছর বৈশাখ উপলক্ষে রাজবাড়ী শহরে প্রায় এক কিলোমিটার পথ আলপনা করেছে ‘আমরা ক’জনা থিয়েটার’ ও ‘ঘরছাড়া’।    হরেক রকম রঙে রঙিন হয়েছে রাজবাড়ীর পিচঢালা রাজপথ।  রাজবাড়ি শহরের  রেলগেট  চত্বর থেকে শুরু করে বড়পুল পর্যন্ত এক কিলোমিটার রাস্তা আলপনার নিপুণ ছোঁয়ায় রঙিন করা হয়েছে। শহরের ১৫ জন থিয়েটার কর্মী ৫ দিন ধরে দিন রাত অক্লান্ত পরিশ্রম ও মেধার সমন্বয় ঘটিয়ে নানা বর্ণে, নানা রঙ এ  শহরের রাস্তায় বৈশাখ সংক্রান্ত বিচিত্র সব চিত্র ফুটিয়ে তুলেছে পিচঢালা রাজপথে। ফুটে উঠেছে রূপসী বাংলার চিরায়ত রূপ ।  ব্যতিক্রম এমন বিশাল আয়োজন রাজবাড়ীতে এটিই প্রথম বলে জানান আলপনার দলটির নেতৃত্ব দেন- মেজবাউল করিম রিন্টু।

Tuesday, 9 April 2013

কক্সবাজার সৈকতে গঙ্গা স্নান : লাখো পূণ্যার্থীদের মিলনমেলা

ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকতের সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুনি গঙ্গা স্নান উৎসবে লাখো পূণ্যার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছিল। সোমবার ভোর থেকে জেলার বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বী নর-নারীরা সমবেত হয়ে সাগর স্নানে মেতে উঠে। ভারতের বৃহৎ গঙ্গা স্নানের আদলে দেশের কক্সবাজার সৈকতে এ উৎসবে বিভিন্ন জেলার পূজারীরা অংশ গ্রহণ করেন। হরতালের কারনে অবশ্যই আগের দিন দেশের বিভিন্ন স্থান থেকে পুজারীরা কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়বেটিক পয়েন্ট অবস্থান নেয়।

বগুড়ায় পিকেটারদের হামলায় ট্রাকচালক নিহত

ডেস্ক রিপোর্ট: বগুড়া শহরের বারোপুর এলাকায় আজ মঙ্গলবার ভোরে হরতাল-সমর্থক পিকেটারদের হামলায় খোকন মিয়া নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। বগুড়া-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় আটজন নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে দলটি কেন্দ্রীয়ভাবে ৩৬ ঘণ্টার হরতাল ডাকে। তবে স্থানীয় বিএনপির নেতারা জেলায় ৪৮ ঘণ্টার হরতাল ডাকেন। গতকাল সন্ধ্যা থেকে তা শুরু হয়। হরতালে ট্রাক নিয়ে বের হন খোকন। আজ ভোর পাঁচটার দিকে শহরের বারোপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে পিকেটাররা তাঁর ওপর হামলা চালিয়ে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে তাঁর মৃত্যু হয়।

Monday, 8 April 2013

মনোহরগঞ্জে হেফাজতের হরতাল পালিত

এনএম মিলন, মনোহরগঞ্জ : কুমিল্লার মনোহরগঞ্জে হেফাজতে ইসলাম বাংলাদেশ সর্বাত্মক হরতাল পালন করেছে। হরতালে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের উপজেলার লুদুয়ায় রাস্তায় জায়নামাজ বিছিয়ে এবং লাঠি হাতে নিয়ে পিকেটিং করে হেফাজতের সমর্থকরা। এদিকে হরতাল সফল করার লক্ষ্যে বিপুলাসারে পিকেটাররা শান্তিপূর্ণভাবে মিছিল ও রাস্তায় জড়ো হয়ে সমাবেশ করে।

লাশের জন্য আহাজারি!

মো. ফরহাদ মজুমদার, (কুমিল্লা): কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ভোগই দক্ষিণ জহির উদ্দিন বেপারি বাড়ীর লাতু মিয়ার প্রথম ছেলে আব্দুল মান্নান (২৫) গত ১৯ মার্চ ওমান আল ব্রেমী হসপিটালে রোগাক্রান্ত হয়ে স্বাভাবিক মৃত্যুবরণ করেন। মৃত্যুর ২০ দিন পার হলেও দেশে আব্দুল মান্নানের লাশ আসেনি। আব্দুল মান্নানের মৃত্যুতে শোকে আছন্ন স্বজনরা অশ্রুসজল নয়নে চেয়ে আছে কবে দেশে আসবে লাশ? আর শেষবারের মত আব্দুল মান্নানের বিদায়ী মুখখানি দেখবে এ আহাজারি এখন স্বজনদের। কিন্তু যখন জানতে পারে আব্দুল মান্নানের লাশ দেশে আসবে না, তখন  শোকে পাগল মাতা-পিতার আহাজারি যেন থামবার নয়। আব্দুল মান্নান ১ মেয়ে, স্ত্রী, মাতা-পিতা ও অভাব-অনাটনের সংসারে ছোট ভাই-বোন রেখে মারা যান। মৃত্যুর পূর্বে সে ওমানে “আহমেদ বিন খামতিন বিন সায়িদীন আসায়ি শরীকা তিজারাত” কোম্পানীতে চাকুরী করত। কোম্পানীতে তার পরিচয় নম্বর ছিল ৮৯০৫১৪৪৭। কোম্পানীর অনিচ্ছায় আব্দুল মান্নানে লাশ দেশে আসছে না বলে জানা যায়। 


নাঙ্গলকোটে ইউপির সদস্যের সহযোগিতায় বাল্য বিয়ে সম্পন্ন

মোঃ দুলাল মিয়া, নাঙ্গলকোট (কুমিল্লা) : কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক ও বর্তমান ঢালুয়া ইউপির সদস্যের সহযোগিতায় বাল্য বিয়ে সম্পন্ন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা চৌকুড়ী গ্রামে, জানাগেছে, ওই গ্রামের মোঃ হাছানের মেয়ে তাছলিমা আক্তার চৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। গত বৃহস্পতিবারে বিদ্যালয়ে যাওয়ার পথে একই গ্রামের রুহুল আমিনের ছেলে সুজন তাকে জোর পূর্বক তুলে নিয়ে যায়। পরে সাবেক ইউপির সদস্য আব্দুল হকের সহযোগিতায় তাকে শুক্রবারে উদ্ধার করে তার বাড়িতে রাখা হয়।

নাঙ্গলকোটে ছোট ভাইয়ের স্ত্রীকে কোপালো ভাশুর

মোঃ দুলাল মিয়া, নাঙ্গলকোট (কুমিল্লা):  কুমিল্লার নাঙ্গলকোটে গত রবিবার এক ভাশুর এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে ছোট ভাইয়ের স্ত্রীকে। জানা গেছে, উপজেলার আদ্রা ইউপির কালাচৌ গ্রামের সৈয়দ আহাম্মদ মজুমদারের বড় ছেলে সিরাজ পূর্ব শত্রুতার জের ধরে তার ছোট ভাই মোশারফের স্ত্রী শেফালী বেগমকে দেশীয় অস্ত্রদিয়ে মাথায় কুপিয়ে আহত করেছে। শেফালীর আত্মচিৎকারে আশেপাশের লোকজন উদ্ধার করে তাকে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নাঙ্গলকোটে বঙ্গবন্ধু পরিষদের অফিস ভাংচুরের দায়ে গ্রেপ্তার ১

মোঃ দুলাল মিয়া, নাঙ্গলকোট (কুমিল্লা) : কুমিল্লা নাঙ্গলকোটে গতকাল রবিবার বাতুপাড়া গ্রামে আ’লীগের বঙ্গবন্ধু পরিষদের অফিস ভাংচুর করে এক যুবক। স্থানিয় সূত্রে জানা যায় কাঠালিয়া গ্রামের মৃত মজি উল্লাহর ছেলে জয়নাল আবেদীন (৪০) আ’লীগের বঙ্গবন্ধু পরিষদের অফিস ভাংচুর শুরু করে। তখন স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে সোফর্দ করে। আটক কৃত ব্যাক্তি পাগল বলে নির্ভযোগ্য সূত্র জানায়। থানার ওসির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

সেনবাগে হেফাজতের শান্তিপূর্ণ হরতাল পালিত

সেনবাগ  (নোয়াখালী) সংবাদদাতা : সেনবাগে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তপূর্ণভাবে পালিত হয়। উল্লেখ্যে, লংর্মাচে আসতে বাধা, আল্লাহ, মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কে নিয়ে ব্লগে কটূক্তি করার অভিযোগ এনে ব্লগারদের সর্বোচ্চ শাস্তির দাবীতে হেফাজতে ইসলামের ডাকে আজ সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল  পালিত হয়।

Thursday, 4 April 2013

সেনবাগে ব্যবসায়ীর হাতে স্কুল ছাত্রীর শ্লীলতাহানি

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা  : নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাটে সুমন এন্টার প্রাইজের মালিক হাজী শাহ আলম (৬০) তার নিজ দোকানের ভিতরে ১০ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্ঠা কালে জনতা হাতে নাতে ধরে ফেলে।

Tuesday, 2 April 2013

রাজশাহীতে শিবিরের মেস থেকে বোমা-অস্ত্র উদ্ধার

রাজশাহী : রাজশাহী নগরীতে ইসলামী ছাত্রশিবিরের একটি মেস থেকে বিপুল পরিমাণ হাতবোমা ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত কয়েকদিনে পুলিশের ওপর শিবিরের হামলার প্রেক্ষাপটে মঙ্গলবার মধ্যরাতে সপুরা এলাকার ওই মেসে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই মেস থেকে ২৮ জনকে আটক করা হয়েছে বলে বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।  এর মধ্যে একজন গত সোমবার পুলিশকে পেটানোয় জড়িত ছিলেন বলে জানান তিনি।

Monday, 1 April 2013

সেনবাগে হিন্দু মন্দিরে অগ্নিসংযোগ

ফিরোজ আলম রিগান, সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা: গত ২৯ মার্চ রাত  আড়াইটার সময় নোয়াখালীর সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের আশু মাষ্টারের বাড়ির মন্দিরে অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। এসময় মন্দিরের ভিতরে থাকা  সিঙ্গাসন ও কিছু মুর্তির ছবি পুড়ে যায়।