Sunday, 3 March 2013

মিরসরাইয়ে ফেইসবুকে দুই শিবিরকর্মীকে জবাই করে হত্যার গুজব!

মিরসরাই প্রতিনিধি : সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেইসবুকে ‘বাঁশের কেল্লা’ নামে ফান পেইজের একটি স্ট্যার্টাস টক অব দ্য মিরসরাই হয়ে ওঠে। শনিবার (২মার্চ) সকালে মিরসরাই উপজেলা সদরে জামায়াত-শিবিরের প্রায় আড়াই হাজার নেতাকর্মী মিছিল ও সমাবেশ করার পরপরই এই রকম স্ট্যার্টাসে পুরো উপজেলাজুড়ে দিনভর আতঙ্ক বিরাজ করে,যার রেস এখনো উপজেলায় বিরাজ করছে।
উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় দুই শিবির কর্মীকে জবাই করে হত্যা করেছে এমন ঘটনার সত্যতা জানার জন্য গণমাধ্যম কর্মীদের কাছে মুঠোফোনে চেষ্টা করেন। জানা গেছে, বেলা ১২ টায় ফেইসবুকের ‘বাঁশের কেল্লা’ নামক একটি ফান ফেইজে হঠাৎ ‘চট্টগ্রামে বারইয়ারহাটে দুই শিবির কর্মিকে জবাই করেছে ছাত্রলীগ। পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করতেছে’ এমন স্ট্যার্টাসের মাধ্যমে সংবাদ ছড়িয়ে দেওয়া হয়। মুর্হুতের মধ্যে পুরো উপজেলার চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকাল গড়াতে না গড়াতে তা ছড়িয়ে পড়ে গ্রাম থেকে শহরের প্রতিটি স্তরে। আতঙ্ক বিরাজ করে মিরসরাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে। দুইজন শিবির কর্মীকে জবাই করে হত্যার গুজব শনিবার মিরসরাইয়ের সর্বস্তরের মানুষের প্রধান আলোচনার বিষয় হয়ে ওঠে। যার রেস আজো উপজেলার বিরাজ করছে। গতকাল দুপুরের পর থেকে পুলিশ প্রশাসন উপজেলার প্রধান প্রধান সড়ক ও বাজারে বিশেষ নিরাপত্তা জোরদার করেন। এদিকে নামপ্রকাশ না করার শর্তে একাধিক ফেইসবুক ব্যবহারকারী জানান, বাঁশের কেল্লা নামে এই ফান ফেইজটিতে জামায়াত-শিবির সমর্থিতরা পরিচালনা করে থাকে।