খুলনা: খুলনার কয়রায় জামায়াত-শিবিরের কর্মীদের গুলিতে মফিজুল(৪৮) নামে কয়রা থানা পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে ওই উপজেলার বেদকাশির বোয়ালখালী এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ৫ মার্চ হরতালে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি ধরতে বোয়ালখালী এলাকায় যায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে ঘিরে ফেলে জামায়াত-শিবিরের কর্মীরা। খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) মো. গোলাম রউফ খানসংবাদ মাধ্যমকে জানান, ৫ মার্চ হরতাল চলাকালে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশ ও আওয়অমী লীগের সংঘর্ষের ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি ধরতে পুলিশের একটি দল ওই উপজেলার বোয়ালখালী এলাকায় যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মামলার আসামি জামায়াত-শিবিরের লোকজন পুলিশকে ঘিরে ফেলে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট নিক্ষেপ করে। জাময়াত-শিবির কর্মীরা পাল্টা গুলি ছুড়লে ওই কনস্টেবল বাম পায়ে গুলিবিদ্ধ হন। দুর্গম এলাকা হওয়ায় হাসপাতালে নেওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফজলুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, ভোরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়ে মফিজুল মারা যান। নিহতের লাশ উদ্ধার করে থানা নিয়ে যাওয়া হয়েছে।