মিরসরাই প্রতিনিধি : জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবি ও সারাদেশে ‘গণহত্যা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মিরসরাই উপজেলা জামায়াত-শিবির। এ সময় প্রায় দুই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা। মিছিল শেষে প্রায় ২০টি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জামায়াত-শিবির নেতাকর্মীরা। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গাড়ি ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেন উপজেলা জামায়াতের আমির।
শনিবার সকাল থেকে উপজেলা সদরে জড়ো হতে থাকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। সাড়ে আটটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল বের করে তারা। মিছিল শেষে মহাসড়ক অবরোধ করে সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির নূরুল করিম, সেক্রেটারি নূরুল কবির, উপজেলা শিবির সভাপতি হাফেজ আশরাফ হোসাইন। এ সময় সড়কের উভয় দিকে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এলে তারা চলে যায়। মিছিল শেষে প্রায় ২০টি গাড়ি ভাঙচুর করা হয়। তবে উপজেলা জামায়াতের আমির নূরুল করিম গাড়ি ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে বলেন,“আমরা শান্তিপূর্ণ মিছিল শেষ করে চলে যায়। পরে বাদামতলী এলাকায় ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা গাড়ি ভাঙচুর করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।” মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বলেন, “মিছিল শেষ করে জামায়াত-শিবির চলে যায়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো ধরনের নাশকতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে বেলা সাড়ে ১১টায় জামায়াত নেতাদের ফাঁসির দাবিতে মিছিল করেছে উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগের একটি গ্র“প।