চাঁদপুর: চাঁদপুর উপজেলার হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের মালিবাড়ির মহাদেব মন্দির ভাঙচুর ও মহাদেব প্রতিমা ভাঙচুর করে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে মন্দির ভাঙচুর করা হয়। মন্দিরের সেবাইত দীনেশ চন্দ্র সংবাদ মাধ্যমকে বলেন, “সোমবার রাতে মুখোশধারী একদল দুর্বৃত্ত এসে মন্দিরটি ভাঙচুর করে। পরে মহাদেব প্রতিমাটি ভাঙচুর করে পাশের পুকুরে ফেলে দেয়।
পরে তারা আমাদেরকে ভারত চলে যেতে বলে।” হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, ঘটনাটি সত্য, মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, এলাকাবাসী ধারণা করছেন জামায়াত-শিবির এ ভাঙচুরের ঘটনা ঘটাতে পারে।