মিরসরাই প্রতিনিধি : মিরসরাই উপজেলায় শনিবার দিবাগত রাতে তিনটি হিন্দু অধ্যুসিত গ্রামসহ চারটি গ্রামে অগ্নিসংযোগের চেষ্টা করে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ২টায় করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রাম থেকে জনতা ধাওয়া করে একজনকে পুলিশে সোপর্দ করেছে। জানা গেছে, শনিবার দিবাগত রাতে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের আমানটোলা গ্রামের নারায়ন মাষ্টারের বাড়ি, ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের বণিক বাড়ি, মিঠাছরা কামার গ্রামের বন্ধন বাড়ি ও ১ নম্বর করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামের আবু তাহেরের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। এসময় বাড়ির দুইটি খড়ের গাদা ও একটি পোল্ট্রি খামার আগুনে পুড়ে যায়।
করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামের আবু তাহেরের খড়ের গাদায় আগুন দিতে গেলে হাতেনাতে নাজমুল হক সজিব নামের এক ব্যক্তিকে আটক করে গ্রামবাসী। পরে তাকে মিরসরাই থানা পুলিশে সোপর্দ করা হয়। হিন্দু অধ্যুসিত মিঠাছরা কামার গ্রামের বন্ধন বাড়ির বাসিন্দা পলাশ বন্ধন জানান, তাদের থাকার ঘর সংলগ্ন পোল্ট্রি খামারে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এসময় এলাকার লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। হিন্দু অধ্যুসিত আমানটোলা গ্রামের বাসিন্দা রণজিত দাশ জানান, ‘শনিবার দিবাগত রাত আনুমানিক দশটার সময় তিনজন যুবক বাড়ির খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। এসময় বাড়ির লোকজন তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, ‘আগুন দেয়ার সময় গ্রামবাসীর হাতে ধৃত ব্যক্তি শিবিরের সক্রিয় কর্মী। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে বাড়ির কর্তা আবু তাহের।’ মিরসরাই পূজা উদ্যাপন পরিষদের সভাপতি উত্তম কুমার শর্মা জানান, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি বাড়ি আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে একটি মহল আগুন দেয়ার চেষ্টা করছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে হিন্দু অধ্যুসিত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি।’