Thursday, 14 March 2013

স্কুল ছাত্রী ঈশিতাকে ঘটনার দেড় মাস পরও উদ্ধার করতে পারেনি পুলিশ

অমর দাশ : লক্ষ্মীপুর প্রতিনিধি :  লক্ষ্মীপুর পৌরসভার উত্তর মজুপুর এলাকা থেকে অপহরণকৃত নবম শ্রেনির স্কুল ছাত্রী ঈশিতাকে ঘটনার দেড় মাস পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। এদিকে কন্যাকে হারিয়ে অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েছেন ঈশিতার বাবা অমর চন্দ্র দাস ও মা’ পূর্ণিমা রানী দাস। এ ব্যাপারে অপহৃত ঈশিতার বাবা অমর চন্দ্র দাস বাদি হয়ে ঘটনার ৩ দিন পর ২৯ জানুয়ারি ২০১৩ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লক্ষ্মীপুর থানায় ঘটনায় জড়িত তাপস চন্দ্র দাসসহ আরও অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির নবম শ্রেণির ছাত্রী ঈশিতা রানী দাস গত ২৬ জানুয়ারি তারিখে প্রতিদিনের ন্যায় সকাল ৯টায় স্কুলে যাওয়ার সময় একই এলাকার বখাটে তাপস চন্দ্র দাস ও তার সহযোগি আরও ৩/৪ জন মিলে ঈশিতাকে একটি সিএনজিতে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঈশিতার বাবা ও মামলার বাদি এজাহারে আরও উল্লেখ করেন, দীর্ঘদিন যাবত বখাটে তাপস তার মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে উত্যক্ত করে আসছিল। ঈশিতা উত্ত্যক্তের ঘটনা তার পিতামাতাকে জানালে ঘটনাটি তারা বখাটে তাপসের পিতামাতাকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে তাপস ঘটনার দিন ঈশিতাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনার দেড় মাস ঈশিতাকে উদ্ধার বা তার কোন সন্ধান পর্যন্ত দিতে পারেনি পুলিশ।