বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে তিন পুলিশ সদস্যসহ চারজনকে অপহরণ করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকা। অপহৃতদের ফেরত পেতে বৃহস্পতিবার বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত বাহিনী পতাকা বৈঠকে বসবে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ১৩ মার্চ বিকেল সাড়ে পাঁচটার দিকে নাসাকা বাহিনী বান্দরবান-কক্সবাজার সীমান্তের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে তাদের অপহরণ করে নিয়ে যায়।
অপহৃতরা হলেন, বান্দরবানের পুলিশ ফাড়ির সদস্য মো. ইমরান হোসেন ও ইরফান সরকার এবং কুতুবালং নিরাপত্তা ক্যাম্পের মুজিবুর রহমান এবং স্থানীয় মো. সাইফুল ইসলাম। জানা গেছে, সাইফুলসহ পুলিশ সদস্যরা সিভিল পোশাকে বিকেলে সীমান্ত এলাকায় ঘুরতে গেলে নাসাকা বাহিনী তাদের নিয়ে যায় । তবে নাইক্ষ্যংছড়ি থানার একটি সূত্র জানিয়েছে তারা বান্দরবান জেলার পুলিশ নয়, তারা কক্সবাজার জেলা পুলিশের দায়িত্বে কর্মরত। বান্দরবানের পুলিশ সুপার কামরুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের ছাড়িয়ে আনতে পতাকা বৈঠক হবে। সীমান্ত এলাকায় নাসাকা কর্তৃক পুলিশ অপহরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।