Wednesday, 13 March 2013

মিরসরাইয়ে কারখানায় অগ্নিকান্ডে ২৫ লাখ টাকার ক্ষতি, ৭ শ্রমিক আহত

মিরসরাই  প্রতিনিধি: (মুহাম্মদ দিদারুল আলম) : মিরসরাই উপজেলার নাহার এগ্রো গ্র“পের মিরসরাই পোল্ট্রি ফার্ম লিমিটেডের খাদ্য উৎপাদন কারখানায় অগ্নিকান্ডে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৪ টার সময় রহস্যজনক এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নেভানোর সময় ৭ শ্রমিক আহত হয়েছে।
জানা গেছে, উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় অবস্থিত মিরসরাই পোল্ট্রি ফার্ম লিমিটেডের খাদ্য উৎপাদন ইউনিটে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই সময় কারখানায় নিয়োজিত প্রায় দেড়শ শ্রমিক আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে সীতাকুন্ডের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় শ্রমিকরা। এতে কারখানায় উৎপাদিত পোল্ট্রি ফিড ১৪ টন গমের ভুষি, ৭ টন সয়াবিন, ১২ টন সয়া মিল পুঁড়ে ছাই হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে আহত হয় ৭ শ্রমিক। শ্রমিকরা হলো ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ইলেক্ট্রিশিয়ান সাদ্দাম হোসেন, আবু বক্কর, বেলাল হোসেন, মোহাম্মদ মানিক, শাহেরুল, ইস্কান্দার আলী। আহতদের প্রাথমিক অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নাহার এগ্রো গ্র“পের মিরসরাই পোল্ট্রি ফার্ম লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) ফাইম উদ্দিন ভূঁইয়া ও উন্নয়ন কর্মকর্তা মো.আলা উদ্দিন চৌধুরী জানান, কারখানায় কে বা কারা শত্র“তাবশত আগুন দেয়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবী ও ৭ শ্রমিক আহত হয়েছে বলে জানান তারা। এ ঘটনায় মিরসরাই থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেন তারা।  খবর পেয়ে মিরসরাই থানার উপ-পরিদর্শক আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।