অমর দাস (লক্ষীপুর প্রতিনিধি) : লক্ষ্মীপুর সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে সিএনজিতে অভিযান চালিয়ে ১২০ কেজী ঝাটকা ইলিশ সহ ৩ জনকে আজ বৃহস্পতিবার বিকেলে আটক করে। আটকৃতরা হলেন, মোঃ হাসান-(১৮), মোঃ রসুল (১৯) ও আবদুল মজিদ (২০) তাদের প্রত্যেকের বাড়ী সদর উপজেলার ভবাণীগঞ্জ গ্রামে।
লক্ষ্মীপুর সদর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে সদর থানা এসআই মোঃ কবির, মোঃ শাহাজান সঙ্গিয় ফোর্স নিয়ে সিএনজি যোগে ঝাটকা ইলিশ বিক্রি উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় দক্ষিণ তেমুহনী এলাকা থেকে ১২০ কেজী ঝাটকা ইলিশ সহ ৩ জনকে আটক করে। পরে তাদের রাতে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার ভৃমি (সদর) সুজন চৌধুরী প্রত্যেকে ২ হাজার টাকা করে জরিমানা আদায় করে। এবং ঝাটকা ইলিশ গুলো এতিম খানায় বিতরন করা হয়।